Placeholder canvas

Placeholder canvas
HomeদেশBalasaheb Thorat: পদ ছাড়তে চেয়ে মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি মহারাষ্ট্রের শীর্ষ কংগ্রেস নেতার! 

Balasaheb Thorat: পদ ছাড়তে চেয়ে মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি মহারাষ্ট্রের শীর্ষ কংগ্রেস নেতার! 

Follow Us :

মুম্বই: পদ ছাড়তে চেয়ে কংগ্রেস (Congress) প্রধান মল্লিকার্জুন খাড়্গেকে (Mallikarjun Kharge) চিঠি লিখলেন মহারাষ্ট্র (Maharashtra) কংগ্রেস লেজিসলেটিভ পার্টির (CLP) নেতা বালাসাহেব থোরাট (Balasaheb Thorat)। একদন আগেই থোরাটের ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছিলেন, দলের শীর্ষ নেতৃত্বকে থোরাট জানিয়েছেন, তিনি মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলের (Nana Patole) সঙ্গে কাজ করতে পারছেন না। তাঁর উপর পাটোলের রাগ আছে বলে জানিয়েছিলেন থোরাট। খাড়্গেকে লেখা চিঠিতে থোরাট জানিয়েছেন, তিনি অপমানিত বোধ করছেন এবং পাটোলে তাঁর বিরুদ্ধে এমন অপপ্রচার চালিয়েছেন যাতে মনে হয় তিনি বিজেপির (BJP) সঙ্গে ঘনিষ্ঠতা করছেন। 

থোরাট এবং পাটোলের মতো রাজ্য কংগ্রেসের দুই শীর্ষনেতার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল মহারাষ্ট্র বিধান পরিষদের (Legislative Council) নির্বাচনের সময়। থোরাটের শ্যালক সত্যজিৎ তাম্বে (Satyajeet Tambe) সে সময় অভিযোগ করেন, তাঁকে নির্বাচনের টিকিট দেওয়া হয়নি। রাজ্য কংগ্রেস নেতৃত্ব তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে ষড়যন্ত্র করেছে বলেও অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন: Emergency Landing: গুরুতর অসুস্থ যাত্রী, বিমানের জরুরি অবতরণেও বাঁচল না প্রাণ   

তাম্বের জায়গায় টিকিট দেওয়া হয়েছিল তাঁর বাবাকে। নির্দল প্রার্থী হিসেবে লড়ে নাসিক টিচার কেন্দ্র থেকে মহা বিকাশ আঘাড়ি (MVA) প্রার্থী শুভাঙ্গি পাতিলকে (Subhangi Patil) হারান তাম্বে। রাজ্য নেতৃত্ব সম্পর্কে তাঁর অভিযোগ নিয়ে সে সময় মুখে কুলুপ এঁটেছিলেন বালাসাহেব থোরাট। বাবা-ছেলে তাম্বেদের প্রতি তাঁর সমর্থন নীরব সমর্থন হিসেবেই মনে করেছিল রাজনৈতিক মহল। পরে সত্যজিৎ এবং তাঁর বাবা সুধীর তাম্বেকে (Sudhir Tambe) বরখাস্ত করে মহারাষ্ট্র কংগ্রেস। 

সত্যজিৎ তাম্বে রীতিমতো নাম করে বলেছিলেন, কিছু কংগ্রেস নেতা এবং নানা পাটোলে তাঁকে ভুল ফর্ম পাঠিয়েছিলেন। সে কারণেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিতে হয় তাঁকে। তিনি এও বলেন, থোরাটকে নিশানা করে নিয়েছেন পাটোলে এবং দলের কিছু নেতা এমন করছেন, যেন যা খুশি করতে পারেন তাঁরা। কিন্তু তা চলতে দেওয়া যায় না। 

RELATED ARTICLES

Most Popular