skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeCurrent Newsজম্মু-কাশ্মীরের উরিতে তরুণ পাকিস্তানি জঙ্গি গ্রেফতার , খতম আরও ১

জম্মু-কাশ্মীরের উরিতে তরুণ পাকিস্তানি জঙ্গি গ্রেফতার , খতম আরও ১

Follow Us :

শ্রীনগর: বড় সাফল্য ভারতীয় সেনার৷ মঙ্গলবার লস্কর-ই-তৈবার তরুণ সদ্যসকে গ্রেফতার করল ভারতীয় সেনা৷ আরও এক অনুপ্রবেশকারীকে খতম করা হয়েছে৷ জম্মু ও কাশ্মীরের উরিতে অনুপ্রবেশ রুখতে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা৷ সেই অভিযানের সময় পাকিস্তানি পাঞ্জাবের ১৯ বছর বয়সী লস্কর-ই-তৈবা সন্ত্রাসীকে ধরে ফেলে সেনাবাহিনী৷ সূত্রের খবর, ধৃতের থেকে সন্ত্রাস প্রশিক্ষণের বিবরণ সহ বহু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁরা বড় হামলার ছক কষেছিল বলে জানা গিয়েছে৷

ধৃত জঙ্গির নাম আলি বাবর পাত্র৷  বারমুল্লায় বহু আগ্নেয়াস্ত্র ফেলার দায়িত্ব ছিল তার৷ কিন্তু, তার আগেই সে ধরা পড়ে৷ ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, ছয় জঙ্গি সীমান্ত পেরনোর চেষ্টা করে৷ কিন্তু, ভারতীয় সেনার তৎপরতায় তা সম্ভব হয়নি৷

আরও পড়ুন-অতিমারির মাঝেও সামাজিক অনুষ্ঠানের জমায়েতে ছাড়পত্র দিল যোগী সরকার

সূত্রের খবর, ২০১৬ সালে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে উরিতে হামল চালায়৷ ১৯ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়৷ যদিও পরে ভারতীয় সেনা ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায়৷ এদিন উরি সীমান্তের সেই রুট ধরেই ফের ভারতে প্রবেশের চেষ্টা করে জঙ্গিরা৷ তা ভারতীয় সেনা সফল হতে দিল না৷

সেনা বাহিনী জানিয়েছে, “সাওয়াই নালা সন্ত্রাসী ক্যাম্প থেকে হলান শুমালি লঞ্চ প্যাড হয়ে জাবরী- সালামাবাদ নালা রুটে জঙ্গিরা প্রবেশের চেষ্টা করে৷ তারা মূলত পাকিস্তানের পঞ্জাবের জঙ্গি৷

আরও পড়ুন-ফের ধাক্কা পঞ্জাব কংগ্রেসে, সভাপতি পদে ইস্তফা নভজ্যোত সিং সিধুর

এ দিকে ধৃত জঙ্গি আলি বাবর পাত্র বলেন, বাবাকে হারানোর পর বিপথগামী হয়ে পড়ি৷ মূলত, দারিদ্রের কারণেই আমাকে লোভ দেখানো হয়েছিল৷ ভারতীয় সেনা জানিয়েছে, দিপালপুরে ধৃতের বিধবা মা এবং একটি দত্তক বোন আছে৷ পরিবারটি খুব কষ্টের মধ্যে আছে। দারিদ্র্য থেকে বাঁচতে, ধৃত স্কুল ছেড়ে দেয়।

সে আরও জানিয়েছে, ২০১৯ সালে গড়ি হাবিবুল্লাহ ক্যাম্পে (কেপিকে) তিন সপ্তাহের “প্রাথমিক প্রশিক্ষণ” নিয়েছিল৷ এরপর ২০২১ সালে “রিফ্রেশার প্রশিক্ষণ” পেয়েছিল। সেই প্রশিক্ষণ শিবিরে শারীরিক ও অস্ত্র প্রশিক্ষণে জড়িত বেশিরভাগ প্রশিক্ষক ছিলেন পাকিস্তান সেনা কর্মীরা৷

RELATED ARTICLES

Most Popular