skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeদেশCovid 19: বিমানযাত্রায় ফিরল ফেস মাস্ক, না পরলে নামিয়ে দেওয়া হবে যাত্রীকে

Covid 19: বিমানযাত্রায় ফিরল ফেস মাস্ক, না পরলে নামিয়ে দেওয়া হবে যাত্রীকে

Follow Us :

নয়াদিল্লি: ফের বিমানযাত্রীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হল৷ দিল্লি হাইকোর্টের নির্দেশের পর বুধবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বা ডিজিসিএ এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে৷ সেখানে মাস্ক পরা নিয়ে বিমান সংস্থাগুলিকে যথেষ্ট কড়া হতে বলা হয়েছে৷ এমনও বলা হয়েছে, বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনও যাত্রী মাস্ক পরতে না চাইলে তাঁকে বিমান থেকে নামিয়ে দিতে পারবে সংশ্লিষ্ট উড়ান সংস্থা৷ শুধুমাত্র বিশেষ পরিস্থিতি তৈরি হলে তবে মাস্ক খুলতে পারবেন যাত্রীরা৷

দেশে আবার বাড়তে শুরু করেছে দৈনিক সংক্রমণ৷ গতকালের তুলনায় বুধবার একলাফে কোভিড সংক্রমণ ৪১ শতাংশ বেড়ে গিয়েছে৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫,২৩৩ জন৷ পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১.৬২ শতাংশে৷ মাত্র একদিনের ব্যবধানে এতটা সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ তৈরি পড়েছে৷ এর জন্য দেশের জনসংখ্যার একটা বড় অংশের মাস্ক না পরার প্রবণতাকে দায়ী করা হচ্ছে৷

এই নিয়ে দিল্লি হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা করেন বিচারপতি সি হরি শঙ্কর৷ যিনি কলকাতা-দিল্লির একটি বিমানে বহু যাত্রীকে মাস্কহীন অবস্থায় দেখেছিলেন৷ তাঁর মামলার ভিত্তিতে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত ৩ জুন ডিজিসিএ-কে যাত্রীদের মাস্ক পরা নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়৷ তারপরই এদিন ডিজিসিএ-র তরফে জারি করা হয় ওই নির্দেশিকা৷

নির্দেশিকায় বলা আছে, যাত্রার সময় যাত্রীদের মুখে মাস্ক থাকা বাঞ্ছনীয়৷ মাস্ক যেন ঠিকঠাক নাকের উপর থাকে৷ যাত্রীরা ঠিকঠাক মাস্ক পরেছে তা দেখার দায়িত্ব উড়ান সংস্থার৷ কোভিড বিধি মেনে চলার ব্যাপারে যাত্রীদের বারবার সচেতন করতে হবে৷ উড়ান সংস্থাগুলিকে বিমানে মাস্ক মজুত রাখতে হবে৷ এর পাশাপাশি নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, কোভিড বিধি মানতে অস্বীকার করা ব্যক্তিদের বিমান থেকে নামিয়ে দিতে পারবে উড়ান সংস্থা৷ পাশাপাশি তাঁকে নো-ফ্লাই তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে বা সিআইএসএফের হাতে তুলে দিতে পারবে বিমানবন্দর কর্তৃপক্ষ৷

RELATED ARTICLES

Most Popular