skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeদেশরাজীব গান্ধির ৭৭ তম জন্মদিবস, প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন রাহুল

রাজীব গান্ধির ৭৭ তম জন্মদিবস, প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন রাহুল

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির ৭৭ তম জন্মদিবসে চিত্র প্রদর্শনীর উদ্ধোধন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ।  শুক্রবার দিল্লির জাতীয় যুব কংগ্রেসের কার্যালয়ে রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করেন তিনি। তারপর যুব কার্যালয়ের কার্যালয়ে  চিত্র প্রদর্শনী উদ্ধোধন ও  অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কংগ্রেসের এই হেভিওয়েট নেতা।  যুব কংগ্রেসের আয়োজিত রক্তদান শিবিরও ঘুরে দেখেন তিনি।

           সভাস্থলে অন্যন্য কংগ্রেস নেতাদের সঙ্গে রাহুল গান্ধি

আরও পড়ুন: বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে সনিয়া, রয়েছেন মমতাও

আগামী দিনে রাজীব গান্ধির স্মৃতির উদ্দেশ্যে দেশ জুড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানানও হয়েছে যুব কংগ্রেসের তরফে। এই প্রসঙ্গে যুব কংগ্রেসের যুব নেতা শ্রীনিবাসন বিভি জানান, রাজীব গান্ধীই হলেন আধুনিক ভারতের রূপকার। তাঁর দেখানো লক্ষ্যেই এগিয়েছে ভারত।

আরও পড়ুন: তৃণমূলের খেলা হবে দিবসে বল পায়ে দিলীপ

উল্লেখ্য ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর প্রধানমন্ত্রীর পদে আসীন হন রাজীব গান্ধী। দেশের আধুনিক প্রযুক্তির প্রয়োগ, আর্থিক সংস্কার সহ একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ  নেন।  ১৯৮৭ সালে এলটিটির বিরুদ্ধে যুদ্ধে শ্রীলঙ্কায় ভারত সেনা মোতায়েনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যদিও  সেই পদক্ষেপের কারণেই তামিলদের চক্ষুশূল হতে হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

RELATED ARTICLES

Most Popular