Placeholder canvas

Placeholder canvas
HomeদেশRS Polls: রাজ্যসভায় ক্রস ভোটিং রুখতে হরিয়ানার বিধায়কদের ছত্তীশগড়ের রিসর্টে রাখছে কংগ্রেস

RS Polls: রাজ্যসভায় ক্রস ভোটিং রুখতে হরিয়ানার বিধায়কদের ছত্তীশগড়ের রিসর্টে রাখছে কংগ্রেস

Follow Us :

রায়পুর: প্রত্যেক নির্বাচনের আগে বিধায়ক কেনাবেচার ভয়ে কাঁটা হয়ে থাকে কংগ্রেস৷ ১০ জুন রাজ্যসভার ভোটের আগেও একই অবস্থা কংগ্রেসের অন্দরে৷ তাই বিধায়ক কেনাবেচা আটকাতে কংগ্রেস ফিরিয়ে আনল সেই ‘রিসর্ট রাজনীতি’৷ দলের তরফে হরিয়ানার একঝাঁক বিধায়ককে রিসর্টে রাখার বন্দোবস্ত করা হয়েছে৷ জানা গিয়েছে, রাজ্যসভার ভোট শুরু না হওয়া পর্যন্ত তাঁরা ওই রিসর্টেই থাকবেন৷ বিধায়কদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে কংগ্রেস শাসিত ছত্তীশগড়কে৷ বুধবার রাত অথবা বৃহস্পতিবার সকাল থেকে হরিয়ানা থেকে বিধায়করা পৌঁছবেন সেখানে৷

ছত্তীশগড়ের ওই রিসর্টের ঘরগুলির বুকিং বৃহস্পতিবার থেকে৷ বিমানবন্দরে পা রাখার পরই বিধায়কদের সোজা নিয়ে যাওয়া হবে ওই রিসর্টে৷ সম্ভবত বৃহস্পতিবার থেকেই বিধায়করা পৌঁছবেন ছত্তীশগড়ে৷ আগামী ১০ জুন হরিয়ানার দুটি রাজ্যসভার আসনে ভোট রয়েছে৷ বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণলাল পানোয়ারকে৷ কংগ্রেস দাঁড় করিয়েছে দলের সাধারণ সম্পাদক অজয় মাকেনকে৷ কিন্তু মাকেনকে প্রার্থী করা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে কেউ কেউ ক্ষোভ প্রকাশ শুরু করেছেন৷ তাঁদের মধ্যে কুলদীপ বিষ্ণোইকে নিয়ে চিন্তায় রয়েছে দলের একাংশ৷ তিনি কী করেন এখন সেটাই দেখার৷ সূত্রের খবর, হাইকম্যান্ড তাঁকে গুরুত্বহীন মনে করছে বলে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন বিষ্ণোই৷ রাজ্যসভার নির্বাচন নিয়ে দলের বৈঠকও এড়িয়ে গিয়েছেন৷

ওই দু’জনের বাইরে নির্দল হিসেবে একজন রাজ্যসভার ভোটে লড়বেন৷ তিনি কার্তিকেয় শর্মা৷ তাঁর নাম প্রস্তাব করেছে হরিয়ানার শাসক জোট জননায়ক জনতা পার্টি৷ প্রাক্তন কংগ্রেস নেতা বিনোদ শর্মার ছেলে এবং কুলদীপ শর্মার জামাই হলেন কার্তিকেয়৷ এঁরই দাদা মনু শর্মা মডেল জেসিকা লাল খুনে দোষী সাব্যস্ত হন৷ বেশ কয়েকজন নির্দল বিধায়কও কার্তিকেয়কে সমর্থন জানিয়েছেন৷ কার্তিকেয় নির্দল প্রার্থী হওয়ায় কংগ্রেস ক্রস ভোটিংয়ের আশঙ্কা করছে৷ তাই দ্রুত বিধায়কদের ছত্তীশগড় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দল৷

আরও পড়ুন: Aligarh Professor: কলেজ-মাঠে নমাজ পাঠ, আলিগড়ের অধ্যাপককে পাঠানো হল ৩০ দিনের ছুটিতে

RELATED ARTICLES

Most Popular