skip to content
Monday, June 17, 2024

skip to content
HomeCurrent NewsAmravati Murder: নূপুরের হয়ে পোস্ট! অমরাবতীতে রসায়নবিদ খুনে গ্রেফতার মূল অভিযুক্ত

Amravati Murder: নূপুরের হয়ে পোস্ট! অমরাবতীতে রসায়নবিদ খুনে গ্রেফতার মূল অভিযুক্ত

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের অমরাবতীতে রসায়নবিদকে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। অভিযুক্ত  শেখ ইরফান শেখ রহিমকে আজ গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিস। এই নিয়ে মোট ৭ জনকে গ্রেফতার করল পুলিস। আগেই গ্রফতার হওয়া ছয় অভিযুক্তরা হল  মুদাসির আহমেদ (২২),  শাহরুখ পাঠান (২৫), আব্দুল তৌফিক (২৪), শোয়েব খান (২২), আতিব রশিদ (২২) এবং ইউসুফকান বাহাদুর খান (৪৪)। এই ৭ জন যুবকের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়েছে। সকলেই অমরাবতীর বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিস জনিয়েছে, সিসি টিভি ফুটেজে দেখা গিয়েছে, দোকান থেকে বাড়ি যাওয়ার সময় আততায়ীরা ৫৪ বছর বয়সী উমেশ কোলহকে গলা কেটে হত্যা করে। স্থানীয় পুলিসের বক্তব্য, ঘটনাটি ঘটেছে গত ২১ জুন। তদন্তে পুলিসের অনুমান,  সোশাল মিডিয়ায় বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্ত্যবকে সমর্থন করা নিয়ে পোস্ট শেয়ার করেছিলেন ওই ব্যক্তি। সেই কারণেই অভিযুক্তরা এই ঘটনা ঘটায়। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে  এনআইএ এই ঘটনার তদন্ত করছে।        

অমরাবতীর কোতোয়ালি থানার এক আধিকারিক বলেছেন, অমরাবতী শহরে একটি ওষুধের দোকান চালান কোলহে। নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ভুলবশত ওই পোস্টটি কোলহে সংখ্যালঘুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছিলেন। এর পরই কোলহেকে খুনের পরিকল্পনা কষা হয়। ইরফানই ওই পরিকল্পনাতেই কাজ করে বাকি ৬জন ।সূত্রের খবর,  রসায়নবিদকে খুনের জন্য বাকি পাঁচ অভিযুক্তকে ১০ হাজার টাকা দেওয়ার ‘প্রলোভন’ দেন তিনি।  

আরও পড়ুন  Udaipur Murder: আদালত চত্বরে পুলিসের হাত থেকে উদয়পুরের খুনিদের শাস্তি দিতে চাইল জনতা, চলল মারধর

 গত ২১ জুন রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে খুনের ঘটনাটি ঘটে। সেই সময় দোকান থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন কোলহে। অন্য একটি গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী ও পুত্র। বাইকে করে এসে অভিযুক্তরা কোলহেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে চম্পট দেয়। রাস্তাতেই লুটিয়ে পড়েন কোলহে। তাঁর ছেলে সঙ্কেত তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু কোলহেকে বাঁচানো যায়নি।

আরও পড়ুন Kashmir School: অন্য স্কুলে চলে যাচ্ছেন স্যার, চোখের জল ধরে রাখতে পারলেন না কাশ্মীরের পড়ুয়ারা

সম্প্রতি নূপুর শর্মার পয়গম্বর সম্পর্কিত বিতর্কিত মন্তব্যে দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। প্রভাব পড়েছে বিদেশের মাতিতেও। বিজেপি নেত্রীর মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে ইরান, কাতার, আমেরিকা-সহ একাধিক দেশ। তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য দেশের কাছে ক্ষমা চাইতে নূপুরকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ,  নুপূরের মন্তব্যের জন্যই দেশের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনা ঘটেছে। তাই টিভি চ্যানেলে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নূপুর শর্মাকে।

 

k

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
BJP | ঠাঁই হল না দলবদলুদের সংঘের চাপে, ভোট প্রার্থী আদি বিজেপি?
00:00
Video thumbnail
লোকসভায় জোর ধাক্কা, হতোদ্যম বঙ্গ বিজেপি, প্রার্থীতালিকায় নেই চমক, সংঘের চাপে প্রার্থী আদি বিজেপি?
00:00
Video thumbnail
Sukanta | Kanchenjunga Express | কী করে হলো দুর্ঘটনা? দায়ী কে? শুনুন সুকান্ত মজুমদারের বক্তব্য
00:00
Video thumbnail
Mamata Banerjee | ভাড়া বাড়িয়ে যাচ্ছে, সুরক্ষায় নজর নেই! বিজেপিকে জোর ধাক্কা মমতার
00:00
Video thumbnail
N. Chandrababu Naidu | BJP | স্পিকার পদ বিজেপির, জোটের হাতে ডেপুটি? বিরাট ঝড়ের মুখে এনডিএ?
00:00
Video thumbnail
Kanchenjunga Express | Sukanta Majumder | রেল দুর্ঘটনায় পাশে দাঁড়ানোর রাজনীতি? এগিয়ে কোন দল?
00:00
Video thumbnail
Sukanta Majumder | Railway | শকুনের নজর ভাগাড়ে, বিরোধীর নজর রাজনীতিতে, রেল দুর্ঘটনায় এ কী মন্তব্য?
00:00
Video thumbnail
Kanchenjunga Express | কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা বাতিল বহু ট্রেন দেখে নিন তালিকা
00:00
Video thumbnail
Kanchanjunga Express | উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী-রাজ্যপাল উড়ানে কি দেখা হবে মমতা-আনন্দ বোসের?
00:00
Video thumbnail
Train Accident | ১২ মাসে ৪টি ভয়াবহ দুর্ঘটনা , কতটা সুরক্ষিত রেলযাত্রা ?
00:00