skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsIAF Chopper Crashed: দুর্ঘটনায় রাওয়াতের মৃত্যু, জন্মদিন পালন করবেন না সোনিয়া

IAF Chopper Crashed: দুর্ঘটনায় রাওয়াতের মৃত্যু, জন্মদিন পালন করবেন না সোনিয়া

Follow Us :

নয়াদিল্লি: আগামিকাল ৯ ডিসেম্বর জন্মদিল পালন করবেন না কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী৷ দলীয় নেতা, কর্মী-সমর্থকরাও যাতে কোনও প্রকার সেলিব্রশন না করেন সে বিষয়েও বুধবার স্পষ্ট বার্তা দিয়েছেন সোনিয়া৷ বুধবার তামিলনাড়ুতে চপার দুর্ঘটনায় মৃত সস্ত্রীক সিডিসি বিপিন রাওয়াত-সহ বাকিদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত বলে পার্টির তরফে জানানো হয়েছে৷

নির্দেশিকাও জারি করেছে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল৷ তিনি টুইটও করেছেন৷ ভেনুগোপাল লিখেছেন, ‘কংগ্রেস নেত্রী সিদ্ধান্ত নিয়েছেন আগামিকাল ৯ ডিসেম্বর তাঁর জন্মদিন পালন করবেন না৷ দলীয় কর্মীদেরও সমস্ত প্রকার অনুষ্ঠান থেকে বিরত থাকার কঠোর বার্তা দিয়েছেন৷’ লোকসভার সাংসদ মানিকম ঠাকুর জানান, ‘সাহসী জেনারেলের প্রতি সম্মান জানাতেই সসম্ত প্রকার অনুষ্ঠান বাতিল করা হয়েছে৷ তিনি বলেন, ‘কংগ্রেস সভাপতির সংবেদনশীলতা সম্পর্কে আরেকটি উদাহরণ। সিডিসি বিপিন রাওয়াতের প্রতি সম্মান জানাতেই কংগ্রেস পার্টি জন্মদিন উদযাপন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে৷’

বুধবার বেলা পৌনে একটা নাগাদ নীলগিরি চা-বাগানের কাছে কপ্টার দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা। কপ্টারটিতে ১৪ জন ছিলেন। মৃতদের মধ্যে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতও রয়েছেন।

এই দুর্ঘটনায় কপ্টারের একজনই জীবিত রয়েছেন। তিনি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তামিলনাড়ুর ওয়েলিংটনের এক সেনা হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তবে, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের অবস্থাও আশঙ্কাজনক বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।      

বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বুধবার বেলায় নীলগিরি চা-বাগানের কাছে কপ্টারটি ভেঙে পড়ার আগে একটি গাছে ধাক্কা মারে। কপ্টারটি টুকরো টুকরো হয়ে আগুন ধরে যায়। যদিও আরও একটি সূত্রের দাবি, জেনারেল রাওয়াতের কপ্টার ভেঙে পড়ার আগেই আগুন ধরে গিয়েছিল।

আরও পড়ুন-বিপিন রাওয়াতের বাড়িতে রাজনাথ, টুইটে শোকপ্রকাশ মোদির

যান্ত্রিক ত্রুটি নাকি বিরূপ আবহাওয়ার কারণে জেনারেল বিপিন রাওয়াতের কপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পিছনে অন্তর্ঘাত রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে নানা মহল থেকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বায়ুসেনার তরফে ইতিমধ্যে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বায়ুসেনার প্রধান চিফ এয়ার মার্শাল ভিআর চৌধুরি। কপ্টার দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সেনা হাসপাতালে ৬ সদস্যের একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি।

দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াতের উত্তরসূরি বাছতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠক চলছে। বৃহস্পতিবার দুপুর ১১টা লোকসভায় কুন্নুর দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

RELATED ARTICLES

Most Popular