skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeদেশসংক্রমণের সঙ্গে দেশে কমছে করোনায় মৃতের সংখ্যা, গত ২৪ ঘন্টায় মৃত ৫৪৯

সংক্রমণের সঙ্গে দেশে কমছে করোনায় মৃতের সংখ্যা, গত ২৪ ঘন্টায় মৃত ৫৪৯

Follow Us :

শুক্রবারের তুলনায় ভারতে করোনার দৈনিক সংক্রমণের হার কিছুটা কম। টানা ২৬ দিন পর সংক্রমণের হার নেমেছে ২ শতাংশের নীচে। সেই তুলনায় বেড়েছে সুস্থতার হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ভারতে এখনও সুস্থতার হার ৯৮.১৯ %।

আরও পড়ুন : করোনা সংক্রমণ রোধে বর্ধমানে ফের কনটেনমেন্ট জোন, ঘোষণা জেলা প্রশাসনের

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। মৃত্যু হয়েছে ৫৪৯ জনের। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল যথাক্রমে ১৪ হাজার ৩৪৮ জন এবং ৮০৫। বর্তমানে চলতে থাকা উৎসবের মরসুমে ভারতে করোনার বিধি-নিষেধ ৩১ অক্টোবর পর্যন্ত ছিল। কিন্তু কেদ্রের তরফে সেই সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৫৪৩জন। গত ২৪ ঘন্টায় ৫.৭ মিলিয়ন কোভিডের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এখনও পর্যন্ত দেশে টিকার প্রথম ডোজ পেয়েছেন ৭ কোটি ২৮ লক্ষ ৯৪ হাজার ১৩ জন এবং ২টি ডোজ পেয়েছেন মোট ৩২ কোটি ৫৩ লক্ষ ৭৩ হাজার ৮৭৪ জন।

RELATED ARTICLES

Most Popular