skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeদেশকাজে বাধা দেওয়ার অভিযোগে কুণালকে নোটিস ত্রিপুরা পুলিশের, ১০ দিনের মধ্যে হাজিরার...

কাজে বাধা দেওয়ার অভিযোগে কুণালকে নোটিস ত্রিপুরা পুলিশের, ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ

Follow Us :

কলকাতা: তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে নোটিস পাঠাল ত্রিপুরা পুলিশ। ১০ দিনের মধ্যে তাঁকে খোয়াই থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কুণালের বিরুদ্ধে কাজে বাধা দেওয়া ও অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ।

৮ অগস্ট খোয়াই থানায় তৃণমূল নেতাদের অবস্থান বিক্ষোভের ঘটনা ত্রিপুরা পুলিশ আগেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৬ তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাঁরা হলেন- রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ দোলা সেন, দলের মুখপাত্র কুণাল ঘোষ, প্রকাশ দাস এবং ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক। পুলিশের কাজে বাধা দেওয়া ও অভব্য আচরণের জন্য মামলা দায়ের করা হয় বলে দাবি করেছিল পুলিশ।

আরও পড়ুন: অভিষেক-সহ তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা ত্রিপুরা পুলিশের

সেই এফআইআরের প্রেক্ষিতেই কুণালকে ডাকল পুলিশ। এই প্রসঙ্গে কুণাল টুইটে লিখেছেন, খোয়াই থানার তরফে নোটিস পেয়েছি। সমস্ত অভিযোগই ভিত্তিহীন। ওরা আমার মর্যাদাহানির চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় -সহ ৬ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। ১০ দিনের মধ্যে হাজিরা দেওয়ার কথা বলেছেন। আমি উপস্থিত হব। আইনি লড়াই চলবে। তদন্তকারী আধিকারককে বলব, আমার সমস্ত কথোপকথন যেন ভিডিও রেকর্ড করা থাকে।

ত্রিপুরা পুলিশ সূত্রে খবর, ভারতীয় দণ্ডবিধির ১৮৬ এবং ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে৷ এফআইআরে বলা হয়েছে, ৮ অগস্ট খোয়াই থানায় এসে এসডিপিও রাজীব সূত্রধরকে গ্রেফতার হওয়া নেতাদের ছেড়ে দেওয়ার দাবি জানান তৃণমূল নেতারা৷ পুলিশের অভিযোগ, গ্রেফতারের পর ছেড়ে দেওয়া সম্ভব নয় বলা সত্ত্বেও তাঁরা নিজেদের দাবিতে অনড় ছিলেন৷ তখন পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার ও চিৎকার চেঁচামেচি করেন৷ এই সমস্ত অভিযােগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ৷

RELATED ARTICLES

Most Popular