skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeদেশUnion Budget 2022 : পেনশনভোগীদের আয়করে ছাড়, কমল কর্পোরেট ট্যাক্স

Union Budget 2022 : পেনশনভোগীদের আয়করে ছাড়, কমল কর্পোরেট ট্যাক্স

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট (Union Budget 2022-23) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মল সীতারমণ (Nirmala Sitharaman)। এই নিয়ে চতুর্থবার বাজেট পেশ করলেন তিনি ।

অধিবেশনের শুরুতেই ২০২২-২০২৩ অর্থ বর্ষের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।দেড় ঘণ্টা ধরেএচলে বাজেট পেশ।

 

করোনাকালে এ বারও পেপারলেস বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ।

কী কী বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ?

  • জুতো ও হিরের দাম কমছে।
  • সস্তা হচ্ছে পোশাক ও চামড়াজাত দ্রব্য।
  • সস্তা হচ্ছে দেশে তৈরি কৃষি যন্ত্রপাতি।
  • সস্তা হল মোবাইল ফোন ও চার্জার।
  • চিংড়ি চাষে বিশেষ ছাড়।
  • জানুয়ারিতে ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা আয় GST থেকে।
  • আয়কর কাঠামোয় কোনও বদল নেই।
  • একই থাকছে ব্যক্তিগত কর কাঠামো।
  • জিএসটিতে যে চ্যালেঞ্জগুলি ছিল, তা আমরা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পেরেছি।
  • পেনশনভোগীদের আয়করে ছাড়।
  • কর্পোরেট ট্যাক্স ১৮.৫ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ।
  • কর ব্যবস্থার সরলীকরণ হবে।
  • কর ব্যবস্থার সরলীকরণ হবে। বিভিন্ন করদাতার সঙ্গে ইনকাম ট্যাক্সের যে আইনি সমস্যা রয়েছে, তা সহজ করার ব্যবস্থা হবে
  • বিভিন্ন করদাতার সঙ্গে ইনকাম ট্যাক্সের যে আইনি সমস্যা রয়েছে, তা সহজ করার ব্যবস্থা হবে।
  • বিশেষভাবে সক্ষমদের বাড়তি কর ছাড়।
  • আমাদের অর্থনীতি মাল্টিপ্লায়ার এফেক্টের সুবিধা পাবে।
  • করদাতাদের রিটার্ন ফাইলে বাড়তি সময়।
  • দু-বছরের মধ্যে আপডেট রিটার্ন জমা দিতে পারবেন।
  • কো-অপারেটিভগুলির সারচার্জ ১২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হল।
  • ব্যাংক গ্যারান্টির বিকল্প হিসেবে চালু হবে সিওরিটি বন্ড। সিওরিটি বন্ড দেবে ইনসিওরেন্স কোম্পানিগুলি।
  • তাপবিদ্যুৎ কেন্দ্রে ৫.৭ শতাংশ বায়োমাস ব্যবহারে জোর।
  • রাজ্যগুলিকে সাহায্য করার জন্য ১ লক্ষ কোটি টাকার ফান্ডা।
  • সেন্ট্রাল ব্যাংক অফ ডিজিটাল কারেন্সি ব্যবহার করা হবে।
  • বিভিন্ন ব্যাংকের মধ্যে ডিজিটাল কারেন্সিতে লেনদেনের ভাবনা।
  • রাজ্যগুলিকে বিনিয়োগের জন্য সাহায্য করা হবে।
  • ব্লক চেন প্রযুক্তি চালু করবে আরবিআই।
  • অরণ্য সংরক্ষণে বিশেষ জোর।
  • ডিজিটাল কারেন্সির জন্য বিশেষ প্রযুক্তি।
  • প্রতিরক্ষা খাতের ২০ শতাংশ বরাদ্দ হবে প্রতিরক্ষা গবেষণায়।
  • 5G স্পেকট্রাম নিলামের কাজ এই বছরের মধ্যেই শেষ।
  • বিদেশি বিনিয়োগে বাড়তি পরিষেবা।
  • সৌর বিদ্যুৎ উৎপাদনে ১৯,৫০০ কোটি বরাদ্দ
  • নতুন শিল্পে গবেষণায় সরকারি সাহায্য।
  • ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৫টি জেলায় ডিজিটাল ব্যাংক তৈরি হবে।
  • শহরাঞ্চলে স্থানাভাব মেটাতে জমির সঠিক পরিকল্পনার উপর জোর দেওয়া হবে।
  • ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার।
  • IRDA-তে আনা হচ্ছে বিমা বন্ড।
  • দ্বাদশ শ্রেণি পর্যন্ত আঞ্চলিক ভাষায় পড়ানোর উপর জোর।
  • ই-পাসপোর্ট সিস্টেমে জোর।
  • গণপরিবহণে ইলেকট্রিক গাড়িতে জোর।
  • বিভিন্ন ক্ষেত্রে পেমেন্টের জন্য ই-বিল
  • একটি ফর্মেই মিলবে সমস্ত অ্যাপ্রুভাল।
  • গ্রামাঞ্চলে ব্রড ব্যান্ড পরিষেবায় জোর।
  • স্থানীয় ব্যবস্থায় জোর দিতে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ ব্যবস্থায় জোর।
  • ব্যবসার সুবিধার জন্য সর্বত্র সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু হবে।
  • ১.৫ লক্ষ পোস্ট অফিসকে ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আনা হল।
  • MSME-তে ২ লক্ষ কোটি বাড়তি বরাদ্দ।
  • দেশের বিভিন্ন স্থানে আইটি হাব তৈরি হবে।
  • ৩ বছরে ৪০০ নতুন বন্দে ভারত ট্রেন চালু হবে।
  • তফশিলি শিশুদের কথা ভেবে বিশেষ টিভি চ্যানেল হবে।
  • তফশিলি শিশুরা উপকৃত হবে।
  • প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২০২২-২৩ এ ৮০ লক্ষ পরিবার ঘর পাবে।
  • ঘরে ঘরে জল পৌঁছতে ৬০ হাজার কোটি বরাদ্দ।
  • ৯৫ শতাংশ পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন হয়েছে।
  • প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ।
  • উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে বিশেষ জোর।
  • আইন ব্যবস্থার পরিবর্তন আনছি। সরকারকে সব ব্যবস্থায় যাতে নাক গলাতে না হয়, তা মাথায় রেখে।
  • ২৩টি ন্যাশনাল টেলি মেন্টাল হেলথ সেন্টার হবে।
  • ২০২২-এ পোস্ট অফিসেও কোর ব্যাঙ্কিং।
  • ক্ষুদ্র ও মাঝারি প্রকল্পে ২ লক্ষ কোটি।
  • পরিষেবা খাতে ৫ লক্ষ কোটি বরাদ্দ।
  • ৫টি নদীকে সংযুক্ত করতে বিশেষ পরিকল্পনা।
  • মহামারীর কারণে শিশুদের দুটো বছর নষ্ট হয়েছে। তাদের জন্য বিশেষ টিভি চ্যানেল আনছে সরকার।
  • ন্যাশনাল ব্যাংক ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে।
  • ২৫ হাজার কিলোমিটার পর্যন্ত জাতীয় সড়ক বিস্তার।
  • জৈব চাষে উৎসাহ দেওয়া হবে।
  • ২০২৩-এ মিলেট চাষে গুরুত্ব দেওয়া হবে।
  • পর্যটনের উন্নয়নের জন্য বাড়বে যোগাযোগ।
  • কৃষকদের কাছে উন্নতমানের গবেষণা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে।
  • পরিষেবা খাতে ৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ
  • কেমিক্যাল ফার্ম তৈরি হবে গঙ্গার ধারে।
  • রেলে PPP মডেলকে আরও জোর দেওয়া হবে।
  • ৬০ কিলোমিটার দীর্ঘ ৮টি রোপওয়ে চালু হবে।
  • বিনিয়োগ টানাই সরকারের লক্ষ্য।
  • পার্বত্য অঞ্চলে জাতীয় রোপওয়ে হবে।
  • পিএম গতিশক্তি মাস্টারপ্ল্যান চালু হবে।
  • পরিকাঠামো উন্নয়নে খরচ হবে ২০ হাজার কোটি।
  • বাজেটে আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট: অর্থমন্ত্রী
  • ৬০ লক্ষ কর্মসংস্থান করাই লক্ষ্য।
  • আমরা উত্পাদনশীলতা বাড়ানোর উপর জোর দিচ্ছি।
  • গরিবদের জীবনে বদল আনাই আমাদের প্রাথমিক লক্ষ্য।
  • গরিবদের জীবনে বদল আনাই আমাদের প্রাথমিক লক্ষ্য।
  • খুব শিগগিরই আসছে LIC- র IPO
  • পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান।
  • ৬০ লক্ষ নতুন চাকরি মিলবে।
  • পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান।
  • পরিকাঠামো নির্মাণে আমরা জোর দেব।
  • দ্রুততার সঙ্গে আর্থিক অবস্থাকে শক্তিশালী করছে ভারত।
  • ভারতের অর্থনীতি ধীরে ধীরে মজবুজ হচ্ছে।
  • আমরা সাধারণের ক্ষমতায়নে বিশ্বাস করি।
  • মধ্যবিত্তের জন্য আমরা একটা পরিমণ্ডল তৈরি করতে পেরেছি।
  • আমরা এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে পেরেছি।
  • এখন ভাল সময় এসেছে, বিনিয়োগ বাড়ছে।
  • ভারত ১০০ বছরে কী হবে, তার একটা রূপরেখা প্রধানমন্ত্রী দিয়েছেন।
  • করোনাকালে এ বারও পেপারলেস বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ
RELATED ARTICLES

Most Popular