skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeদেশAmarinder Singh: পাতিয়ালায় বোল্ড ক্যাপ্টেন, অমরিন্দরের উইকেট নিলেন কোহলি

Amarinder Singh: পাতিয়ালায় বোল্ড ক্যাপ্টেন, অমরিন্দরের উইকেট নিলেন কোহলি

Follow Us :

পাতিয়ালা: ক্যাপ্টেন আউট। বোলার আম আদমি পার্টি।

দল ছেড়েছিলেন। গড়েছিলেন নতুন দল। বিজেপিকে সমর্থনের কথা জানিয়েছিলেন। এত কিছু করেও অচেনা পিচে (পড়ুন নতুন দলে) খালি হাতেই ফিরতে হল ক্যাপ্টেন অমরিন্দর সিংকে। অচেনা বোলার আম আদমি পার্টির অজিত পাল সিং কোহলির ফুলটসে মিড উইকেট উড়ে গেল ক্যাপ্টেনের।

১৯৮০ সালে প্রথমবার লোকসভা ভোটে জিতেছিলেন অমরিন্দর। কিন্তু ১৯৮৪-তে অপারেশন ব্লুস্টারের বিরোধিতা করেন। পদত্যাগ করেন সাংসদ পদ থেকে। ছাড়েন কংগ্রেস। যোগ দেন শিরোমণি অকালি দলে। তবে পরবর্তীতে আবার কংগ্রেসে ফিরে এসেছিলেন অমরিন্দর। তিন দফায় পঞ্জাব প্রদেশ কংগ্রেসের কমিটির প্রধানও হয়েছিলেন।

২০১৭-তে কংগ্রেসের হয়েই মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ক্যাপ্টেন। কিন্তু অচিরেই তাঁর সঙ্গে বিরোধ শুরু হয় নভজ্যোত সিং সিধুর। গত বছর ১৮ সেপ্টেম্বর কংগ্রেস ছাড়েন। তৈরি করেন পঞ্জাব লোক কংগ্রেস। এবার রাজ্যের ১১৭টি আসনেই প্রার্থী দিয়েছিল তাঁর দল। কিন্তু আপ ঝড়ে উড়ে গেল পঞ্জাব লোক কংগ্রেস। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির পর পঞ্জাবে শুরু হচ্ছে আপের পথচলা।

আরও পড়ুন: Punjab Election Result 2022: পঞ্জাবে ইতিহাস গড়লেন কেজরি, ছ’দশক পর কং-অকালির হাতছাড়া অমৃতসর

পাতিয়ালায় বরাবরই ক্যাপ্টেনের শক্ত ঘাঁটি। যখন যে দল করেছেন, অনেকটা রাজার হালেই সাম্রাজ্য তৈরি করেছিলেন। পারিবারিক নানা ঘাত প্রতিঘাতকে হেলায় উড়িয়ে পাতিয়ালা-গোটা পঞ্জাবেই ক্যাপ্টেন তাঁর প্রভাব বিস্তার করেছিলেন। তবে এবার ভোট প্রচারের সময় পাতিয়ালায় কেমন যেন ছন্নছাড়া লাগছিল ক্যাপ্টেনকে। নতুন দল যেভাবে চমক দেখাতে পারে বলে মনে করা হয়েছিল, প্রচারে তার জৌলুস অনেকটাই কম ছিল।

বৃহস্পতিবার ভোটের ফল প্রকাশের পর দেখা গেল ৪ নম্বর স্থানে নেমে এসেছেন ক্যাপ্টেন। যাকে মুখ করে একসময় কংগ্রেস লড়াই করেছিল, সেই কংগ্রেসও অনেকটা অস্তমিত। বিজেপিও তেমন কিছুই করতে পারল না। আর নিজ দলের নেতা বোল্ড হয়ে যাওয়ায় স্বভাবতই পঞ্জাব লোক কংগ্রেসের চাপও বাড়ল।

RELATED ARTICLES

Most Popular