Monday, July 1, 2024

HomeCurrent NewsCivic Poll: অনলাইনে পুরভোটের প্রচারে জোর, কঠোর করোনাবিধি মানতে সতর্ক বার্তা কমিশনের

Civic Poll: অনলাইনে পুরভোটের প্রচারে জোর, কঠোর করোনাবিধি মানতে সতর্ক বার্তা কমিশনের

Follow Us :

কলকাতা: রাজ্যে যে হারে করোনা (Covid19) সংক্রমণ হচ্ছে তাতে বিপদ দেখচ্ছেন বিশেষজ্ঞরা৷ বিরোধী রাজনৈতিক দলগুলিও (All Party)  এখনই ভোট বাতিলের দাবি জানাচ্ছে৷ শনিবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhisekh Banerjee) ব্যক্তিগতভাবে মনে করেন এখনই ভোট না হওয়ায় ভাল৷ যদিও রাজ্য নির্বাচন কমিশন (Election Commission) করোনা (Corona) নিয়ে শনিবার সমস্ত রাজ্যনৈতিক দলগুলিকে আবারও সতর্ক করেছে৷ গত ৩ জানুয়ারি জারি করা করোনাবিধি কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে কমিশন৷ অন্যথা, অভিযুক্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বার্তা দিয়েছে৷ বিশেষ করে অনলাইনে ভোট প্রচারে জোর দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ রাখাটাই অন্যতম নির্দেশ৷

কী কী রয়েছে বিধিনিষেধে-

রোড শো, পদযাত্রা নিষিদ্ধ সাইকেল, বাইক, গাড়ি করে মিছিল নিষিদ্ধ

বাড়ি বাড়ি প্রচারে নিরাপত্তা কর্মী ছাড়া প্রার্থীর সঙ্গে সর্বাধিক ৪ জনে অনুমতি

খোলা মাঠে সভা হলে সর্বাধিক ৫০০ লোক, আলাদা ঢোকা ও বেরোনোর পথ থাকতে হবে

অডিটোরিয়ামে সভা হলে সর্বাধিক ২০০ জন

রাত ৮ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত প্রচার নয়

ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ হবে

ভোটগ্রহণের আগের দিন বুথে স্যানিটাইজেশন বুথের মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক

থার্মাল স্ক্যানিং ও হ্যান্ড স্যানিটাইজ করা হবে প্রত্যেক ভোটারকে গ্লাভস দেওয়া হবে

বিকেল ৪ টে থেকে ৫ টা পর্যন্ত ভোট দিতে পারবেন কোভিড আক্রান্তরা

আরও পড়ুন-বহুমুখী লড়াই, উত্তরপ্রদেশের ভোট লোকসভার আগে সিংহাসনের সেমিফাইনাল

৩ জানুয়ারি সোমবার ৪ পুরসভার ভোট নিয়ে বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস, মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব। সেই বৈঠকেই উপরোক্ত নিয়ম লাগু করা হয়েছে৷ আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগরে পুরনিগমে ভোট গ্রহণ৷ তা সফল করতে রাজনৈতিক গুলিকে করোনাবিধি মেনে চলার কড়া বার্তা৷

কমিশন সূত্রে থবর, ৪ পুর নির্বাচনে মোট বুথ ২০৭৮ টি৷ আসানসোল পুরনিগমে ১০২০, শিলিগুড়িতে ৪২১, চন্দননগরে ১৬৯ ও বিধাননগরে ৪৬৮টি৷ প্রতিটিতেই করোনাবিধি মেনে ভোটগ্রহণ হবে৷

RELATED ARTICLES

Most Popular