skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeCurrent Newsতৃণমূল কংগ্রেসে ফিরলেন সোমেন পত্নী শিখা মিত্র

তৃণমূল কংগ্রেসে ফিরলেন সোমেন পত্নী শিখা মিত্র

Follow Us :

কলকাতা: জল্পনার অবসান। শনিবার পুনরায় তৃণমূলে যোগ দিলেন সোমেন পত্নী শিখা মিত্র। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের বঙ্গজননী শাখায় ফিরছেন শিখা মিত্র। তাঁর কংগ্রেস ত্যাগে আগামিদিনে সোমেন অনুগামীদের মধ্যে কী প্রতিক্রিয়া হবে তা সময়ই বলবে।

আরও পড়ুন- উৎকণ্ঠার অবসান, তালিবানের হাত থেকে নিরাপদে ছাড়া পেলেন অপহৃত ভারতীয়রা

বেশ কিছুদিন আগে অধীর চৌধুরীকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছিলেন সোমেন-পুত্র রোহন। সে সময়ে শিখা মিত্র বলেছিলেন, মমতাই একমাত্র বিজেপি বিরোধিতার প্রধান মুখ। তারপর থেকেই শিখা-রোহনের ঘাসফুলে যোগ দেওয়ার গুঞ্জন শুরু হয়েছিল।

আরও পড়ুন-মগডালে সুতোর ফাঁসে শালিক, ঘুড়ি দিয়ে উদ্ধার এক খুদের

শিখা মিত্রকে ফোন করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সে বিষয়ে সোমেন পুত্র বলেছিলেন, বাবার বাৎসরিক কাজের দিন বলেই ফোন করেছিলেন মমতা। তৃণমূলে যোগ দেওয়ার কোনও প্রসঙ্গ নেই।

আরও পড়ুন- কাবুল বিমানবন্দরের কাছে তালিবানের হাতে অপহৃত বহু ভারতীয়

শিয়ালদা কেন্দ্র থেকে ২০০৯ সালে প্রথম বিধায়ক হন। সোমেন মিত্রের ছেড়ে আসা আসনে উপ-নির্বাচনে জয়ী হয়েছিলেন। তারপর ২০১১ সালে চৌরঙ্গী বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হন। মেয়াদ শেষ হবার আগেই ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মতবিরোধের কারণে তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন। ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে তাঁকে চৌরঙ্গী কেন্দ্রে বিধায়ক পদপ্রার্থী করা হয়। কিন্তু, নীতি এবং আদর্শের কথা বলে বিজেপিকে প্রত্যাখ্যান করেন।

আরও পড়ুন-‘জাগো বাংলা’য় লেখার জন্য তিন মাসের জন্য সাসপেন্ড অজন্তা

আগেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন। এ বার আর এক অভিজ্ঞ কংগ্রেস নেতার স্ত্রী ফের তৃণমূলে যোগ দিলেন।

RELATED ARTICLES

Most Popular