skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeরাজনীতিউত্তরবঙ্গে তৃণমূল নেত্রীর উপরে হামলা বিজেপির

উত্তরবঙ্গে তৃণমূল নেত্রীর উপরে হামলা বিজেপির

Follow Us :

নাটাবাড়ি: রাজ্যের শাসকদল তৃণমূলের এক সভানেত্রীর উপরে চালানো হল হামলা। অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের নাটাবাড়ি বিধানসভার পানিশালা এলাকায়। যা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

আরও পড়ুন- হাড়োয়ায় তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব কাণ্ডের নয়া মোড়, আটক ১৯

আক্রান্ত ওই নেত্রীর নাম সুচিস্মিতা দত্ত শর্মা। তিনি কোচবিহারের পানিশালা এলাকায় তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী পদে আসীন রয়েছেন। তাঁর উপরেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপির বিরুদ্ধে ওই নেত্রীর বিরুদ্ধে হাম্লার অভিযগ করেছে তৃণমূল। যদিও গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

বৃহস্পতিবার সকালে কোচবিহার দুই নম্বর ব্লকের পানিশালা গ্রামপঞ্চায়েত এর পানি গ্রামে জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মার সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় সুচিস্মিতা দেব শর্মা সহ কয়েকজন বর্তমানে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন- দেবাঙ্গনা, নাতাশাদের জামিনের বিরোধিতায় দিল্লি পুলিশ, সুপ্রিম কোর্টে শুনানি

জানা গিয়েছে, গোটা রাজ্যের সাথে সাথে গতকাল তৃণমূলের শহীদ দিবস পালন করা হয় পানিশালা পঞ্চায়েতের পানি গ্রাম এরপর রাতে সেখানে তৃণমূলের সমস্ত ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সেই খবর পেয়ে এদিন সকালে স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মীকে নিয়ে জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা যখন পানি গ্রামে যান সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় সুচিস্মিতা দত্ত শর্মাসহ আরও তিনজন তৃণমূল কর্মী জখম হয়েছেন।

সুচিস্মিতা দত্ত শর্মা বলেন “এদিন সকালে ওখানে গেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছে।” এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান “বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মার ওপর হামলা চালিয়েছে। কয়েকজন তৃণমূল কর্মীর ওপর হামলা চালিয়েছে। এই ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই।” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন- দেশের প্রথম সারির সংবাদপত্রের অফিসে আয়কর দফতরের হানা

রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপরে হামলা চালাচ্ছে তৃণমূল। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে বারবার এই অভিযোগ করেছে পদ্ম শিবির। যা নিয়ে জাতীয় রাজধানী দিল্লিতে এই নিয়ে বিক্ষোভ এবং ধর্ণা প্রদর্শন করেছে বিজেপি নেতৃত্ব। কলকাতায় দাঁড়িয়ে একই অভিযোগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই অবস্থায় দাঁড়িয়ে অন্য ছবি দেখা গেল উত্তরবঙ্গে। কোচবিহারে বিজেপির হাতেই হামলার শিকার হতে হল রাজ্যের শাসকদল তৃণমূলের নেত্রীকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একটি আসনেও জয়লাভ করতে পারেনি তৃণমূল। বিধানসভা নির্বাচনে সেই ক্ষত অনেকটা মেরামত করেছে তৃণমূল। তবে বিধানসভাতেও উত্তরের জেলাগুলিতে ভালো ফল করেছে বিজেপি। ভোটের পরেও উতরবঙ্গের অনেক জায়গায় তৃণমূলের উপরে হাম্লার অভিযগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে।

RELATED ARTICLES

Most Popular