Placeholder canvas

Placeholder canvas
Homeরাশিফলসোমবার এইসব বিধিনিষেধ মেনে চললে মঙ্গল হবে
Astrology Tricks

সোমবার এইসব বিধিনিষেধ মেনে চললে মঙ্গল হবে

দেবাদিদেবকে স্মরণ করে মেনে চলুন এইসব বিধিনিষেধ

Follow Us :

জ্যোতিষশাস্ত্র: সোমবার দেবাদিদেব মহাদেবের (Mahadev) দিন। এদিন নিয়ম মেনে মহাদেবের পুজো করলে তিনি প্রসন্ন হন। প্রতি সোমবার যেমন বিশেষ পুজো ও মন্ত্র পাঠ করলে মহাদেবকে তুষ্ট করা যায়। তেমনই সোমবার দিন মেনে চলতে হয় বিশেষ কিছু বিধিনিষেধ (Monday Remedies)।

জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে, সোমবার দিন কাউকে সাদা পোশাক বা দুধ দান করবেন না। পাশাপাশি এইদিনে উত্তর, পূর্ব বা আগ্নেয় দিকে যাত্রা করাও শুভ নয়। তবে সোমবার এই দিকগুলিতে যাত্রা করা জরুরি হলে উল্টো পথে কয়েক পা হেঁটে যাত্রা শুরু করতে পারেন। শাস্ত্র মতে সোমবার শিবকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করতে নেই। আবার কালো রঙের ফুল নিবেদন করবেন না। এটি অত্যন্ত অশুভ।

আরও পড়ুন: কালো তিলেই ফিরবে জীবনের আলো! জেনে নিন

কোনও ব্যক্তির কোষ্ঠীতে চন্দ্র দোষ থাকলে তিনি প্রতি সোমবার দুধ বা জল মাথার কাছে রেখে ঘুমান। সকালে উঠে অশ্বত্থ গাছে সেই জল ঢেলে দিন। চন্দ্র দোষ কেটে যাবে। সোমবার অন্ন, শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত জিনিস, বই-খাতা, খেলাধুলোর জিনিস, গাড়ি, ইলেকট্রনিক্স ইত্যাদি কেনা শুভ নয়। এদিন মন থেকে কুল দেবতার পুজো করলে মঙ্গল হবে (Astrology Tricks)।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত একাধিক বই ও তথ্যের উপর ভিত্তি করে তৈরি। কলকাতা টিভি ডিজিটাল কোনও রকমের কু-সংস্কারে বিশ্বাস করেনা কিংবা কোনও ব্যক্তির ভাবাবেগে আঘাত আনতে চায়না। উপরিউল্লিখিত বিভিন্ন প্রয়োগের ভালো-মন্দ কোনও প্রভাবের জন্য কলকাতা টিভি ডিজিটাল টিম দায়বদ্ধ নয়। কোনও তথ্য বিশ্বাস বা প্রয়োগের আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular