Placeholder canvas

Placeholder canvas
HomeScrollআমেঠি থেকে রাহুল, রায়বরেলিতে কী প্রিয়াঙ্কা দাঁড়াতে রাজি!
Lok Sabha Election 2024

আমেঠি থেকে রাহুল, রায়বরেলিতে কী প্রিয়াঙ্কা দাঁড়াতে রাজি!

ভোটকুশলী সুনীল কানুগোলুর রিপোর্টে নড়েচড়ে বসেছে কংগ্রেস

Follow Us :

নয়াদিল্লি: আরও ১১ জন কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করল। আমেঠি থেকে রাহুল এবং রায়বরেলি থেকে প্রিয়াঙ্কার ভোটে দাঁড়ানো নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল। ‘আমেঠি (Amethi) ও রায়বরেলিতে (Raebareli) দুই কেন্দ্র নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি দেশের প্রাচীনতম রাজনৈতিক দল। এই দুই কেন্দ্রের গান্ধী পরিবারের প্রার্থী হলে জয় নিশ্চিত। ভোটকুশলী সুনীল কানুগোলুর রিপোর্ট জমা পড়তেই নড়েচড়ে বসেছে কংগ্রেস। ২৬ এপ্রিল এই দুই কেন্দ্রে মনোনয়ন প্রক্রিয়া শুরু। কংগ্রেসের একটি সুত্রের খবর, ওয়ানাড়ের পাশাপাশি আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রায় রাজি হয়ে গিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

সোনিয়া গান্ধী রাজ্যসভা থেকে সংসদে গিয়ে ইতিমধ্যেই লোকসভার (Lok Sabha 2024) লড়াই থেকে সরে গিয়েছেন। লোকসভা নির্বাচনের কংগ্রেস, উত্তরপ্রদেশ (ইউপি)-এর 80টি আসনের মধ্যে ১৭ টিতে সমঝোতা করেছে। রায়বরেলি ও আমেঠি উত্তরপ্রদেশের দুটি হেভিওয়েট আসন গান্ধী পরিবার ঘাঁটি হিসেবে পরিচিত। এই পরিস্থিতিতে হাইকমান্ডের নির্দেশে এই দুই হেভিওয়েট কেন্দ্রে সম্প্রতি সমীক্ষা করেন ভোটকুশলী সুনীল কানুগোলু। সেই সমীক্ষার যে রিপোর্ট তিনি জমা জানা গিয়েছে, এই দুই কেন্দ্র থেকে গান্ধী পরিবারের প্রার্থী হলে কংগ্রেসের জয় নিশ্চিত। ইতিমধ্যেই রাহুল কেরালার ওয়েনাড থেকে মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু তার পুরনো ঘাঁটি আমোঠিতে নির্বাচনী লড়াইতে দাঁড়ানো নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আবার রবার্ট বঢরার আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যদিকে প্রার্থীর নাম ঘোষণার আগেই রায়বেরেলিতে প্রিয়াঙ্কাকে প্রার্থী করার দাবি করে পোস্টারগুলি পড়েছে।

আরও পড়ুন: তিহাড় জেলে কেজরিওয়ালকে খুন করতে চাইছে বিজেপি, অভিযোগ স্ত্রীর

কংগ্রেসের একটি সুত্রের খবর, ওয়ানাড়ের পাশাপাশি আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রায় রাজি হয়ে গিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কেরলের নির্বাচনী প্রচারের সময়সীমা শেষ হয়ে গেলেই আমেঠিতে প্রচারে নামবেন তিনি। ২৭ এপ্রিল আমেঠিতে জনসভা করার কথা রাহুলের। তার আগেই আমেঠি থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা হয়ে যেতে পারে। অন্যদিকে, প্রিয়াঙ্কা (Priyanka Gandhi) দলের অভ্যন্তরে বলেছেন একই পরিবারের একাধিক সদস্যকে টিকিট দেওয়া উচিত নয়। যদিও রায়বরেলি ও উত্তরপ্রদেশের কংগ্রেস নেতৃত্ব সম্প্রতি প্রিয়াঙ্কাকে প্রার্থী করার প্রস্তাব পাস করিয়েছেন।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular