Placeholder canvas

Placeholder canvas
HomeScrollপঞ্চায়েত প্রধান ও সরকারি কর্মীকে প্রাণে মারার হুমকি

পঞ্চায়েত প্রধান ও সরকারি কর্মীকে প্রাণে মারার হুমকি

পিন্টুদের খোঁজে তল্লাশি অভিযানে নেমে পুলিশ

Follow Us :

মালদহ: পঞ্চায়েতের সভা চলাকালীন প্রধান এবং এত সরকারি কর্মীকে প্রাণে মারার হুমকির (Death Threats ) অভিযোগ বিরোধী দলনেত্রীর স্বামীর বিরুদ্ধে। মালদহের মানিকচকের (Manikchak of Maldah) গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী শামীমা পারভীনের স্বামী সুফি কামাল ওরফে পিন্টু দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে সভায় ঢুকে পড়েন। পিন্টু তৃণমূল প্রধান আঞ্জুনারা খাতুন এবং এক সরকারি কর্মীকে প্রাণে মারার হুমকি দেন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এলে সকলে পালিয়ে যায়। বিডিও পুলিশকে ঘটনার তদন্ত করতে বলেন। পুলিশ জানায়, পিন্টুদের খোঁজ চলছে। থানায় লিখিত অভিযোগ করেন প্রধান নিজে।

এই বিষয়ে গোপালপুর অঞ্চল প্রধান অঞ্জুনারা খাতুন বলেন ” আমাদের সাধারণ সভা চলছিল। এর মধ্যে হঠাৎ করে বিরোধী দলনেত্রীর স্বামী সুফি কামাল ওরফে পিন্টু দুষ্কৃতিদের নিয়ে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। দুষ্কৃতীরা সঙ্গে অস্ত্র নিয়ে এসেছিল। আমি আতঙ্কের মধ্যে রয়েছি। পুলিশকে তদন্ত দুষ্কৃতীদের শাস্তির ব্যবস্থার আবেদন করছি।

আরও পড়ুন: কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে পথে নামল তৃণমূলের নমঃশুদ্র ও উদ্বাস্তু সেল

সাধারণ সভায় উপস্থিত মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ আসিরুদ্দিন জানান, ” প্রধানের চিঠি পেয়ে এই সাধারণ সভায় অংশগ্রহণ করেছিলাম। সভায় তিন চার জন দুষ্কৃতীরা আসেন। নির্মাণ সহায়ককে বলে সঠিকভাবে কাজ বন্টন না করলে প্রধান সহ সকল সদস্যকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেয়।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular