skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeScrollবুনো হাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত চা শ্রমিকের ঘর

বুনো হাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত চা শ্রমিকের ঘর

ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছে শ্রমিক পরিবার

Follow Us :

আলিপুরদুয়ার: বুনো হাতির তাণ্ডব (Wild Elephant Attack) চালাল চা শ্রমিকের ঘরের উপরে। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল এক শ্রমিকের ঘর। প্রাণে বেঁচে গিয়েছে ওই চা শ্রমিকের (Tea Workers) পরিবার। শুক্রবার ভোর সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি (Kalchini of Alipurduar) ব্লকের রাজাভাত চা বাগান (Rajabhat Tea Garden) এলাকায়। এদিন বক্সার জঙ্গল থেকে একটি বুনো হাতি খাবারের লোভে চা বাগানের নিচে লাইন এলাকায় ঢুকে পড়ে। বাগানের শ্রমিক জিতের মুন্ডার ঘরে আক্রমণ চালায় হাতিটি। হাতির হানায় ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবার। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছে শ্রমিক পরিবারের সদস্যরা।

আরও পড়ুন:ফের সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

এদিন ভোররাতে চা শ্রমিকের পরিবার ঘুমাচ্ছিলেন। আচমকাই ঘরের উপরে হাতির আক্রমণ করে, তারা ঘর ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচে। ‌ক্ষতিগ্রস্ত শ্রমিক জিতেন মুন্ডা জানান, বক্সার জঙ্গল থেকে হাতি এসে তাঁর ঘরের ব্যপক ক্ষতি করে দিয়েছে। বাড়ির সমস্ত আসবাবপত্র নষ্ট হয়ে গিয়েছে। ঘর ছেড়ে না পালালে হাটি তাকে মেরে ফেলত। তিনি জানান শীতের সময় কোথায় থাকবে তা বুঝে উঠতে পারছেন না। কনকনে শীতে মাথা গোঁজার ঠাঁই টুকু হাতির হামায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কী করবে কিছু বুঝতে পারছেনা। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছে শ্রমিক পরিবারের সদস্যরা।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular