skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeBig newsরাজভবনের নিরাপত্তা নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত

রাজভবনের নিরাপত্তা নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত

Follow Us :

কলকাতা: এবার রাজভবনের (Rajbhavan) নিরাপত্তা নিয়েও রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের (WB Governor CV Ananda Bose) সংঘাত। কলকাতা পুলিশের বিরুদ্ধে রাজভবনের রেসিডেন্সিয়াল এলাকায় আড়ি পাতা এবং নজরদারির অভিযোগ উঠেছে। রাজভবন সূত্রের খবর, বুধবার তিন পুলিশকর্মীর বিরুদ্ধে রাজভবনের তরফে সরকারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। রাজভবনের ওসিকে সরিয়ে দিতে বলা হয়েছে।

এই অবস্থায় রাজভবন চাইছে, সেখানকার নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে থাক। রাজভবন সূত্রের খবর, রাজ্যপালের অফিস এবং রেসিডেন্সিয়াল অংশের দায়িত্ব কলকাতা পুলিশ যেন সিআরপিএফের হাতে হস্তান্তর করে। ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছে রাজভবন।

আরও পড়ুন: ফের মৃত্যু ডেঙ্গিতে, সল্টলেকে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছুঁই ছুঁই

অভিযোগ, রাজভবনের যে অংশে রাজ্যপাল থাকেন ওই অংশে তিন পুলিশকর্মীর গতিবিধি সন্দেহজনক বলে ধরা পড়ে। পুলিশকর্মীদের চলে যেতে বলার পরও রাজভবনে ঘুরতে দেখা গিয়েছে তাঁদের। তাই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা ৫০ জনের মতো পুলিশকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজভবনের প্রস্তাব, রাজ্যপালের রেসিডেন্সিয়াল আর অফিসিয়াল এলাকার নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে থাকুক। রাজভবন চত্বর ও অন্যান্য এলাকা কলকাতা পুলিশের নজরেই থাকবে। লালবাজারের তরফে এখনও পর্যন্ত এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় থাকাকালীন রাজভবনের তিনতলা থেকে আগেই কলকাতা পুলিশকে সরিয়ে দেওয়া বয়েছিল। নিচতলা এবং দোতলায় নিরাপত্তার দায়িত্ব ছিল কলকাতা পুলিশ। এবার নিচতলা এবং দোতলার নিরাপত্তার দায়িত্ব থেকে সরতে হচ্ছে কলকাতা পুলিশকে।

RELATED ARTICLES

Most Popular