skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollবালুর ফের ৭ দিনের ইডি হেফাজত

বালুর ফের ৭ দিনের ইডি হেফাজত

রাজনৈতিক চক্রান্তের শিকার, দাবি আইনজীবীর

Follow Us :

কলকাতা: ইডির আবেদন মেনেই আদালত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ওরফে বালুকে সাতদিন তাদের হেফাজতে রাখার নির্দেশ দিল। সোমবার হাসপাতালে চেকআপের পর বালুকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। ভারপ্রাপ্ত বিচারক বিশাখা বন্দ্যোপাধ্যায় দুই পক্ষের সওয়াল শেষে রায়দান স্থগিত রাখেন প্রথমে। পরে তিনি সাতদিনের ইডি (ED) হেফাজতের নির্দেশ দেন। বালুর আইনজীবী অবশ্য এদিন জামিনের আবেদন করেননি।

এদিনও আদালতে হাজির করানোর সময় প্রাক্তন খাদ্যমন্ত্রী বলেন, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। ইডি বুঝতে পেরেছে, তারা অন্যায় করেছে। আমি নিশ্চিত, আদালত আজ আমাকে মুক্তি দেবে।
এদিন ইডির আইনজীবী ফিরোজ এডুলজিকে বদল করা হয়। অন্য আইনজীবী হাজির ছিলেন ইডির তরফে। বালুর আইনজীবী অভিযোগ করেন, রাজনৈতিক চক্রান্তের শিকার আমার মক্কেল। তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তাঁর আরও অভিযোগ, হাসপাতাল আদালতের নির্দেশমতো কোনও মেডিক্যাল বোর্ড গঠন করেনি। যদিও ইডির আইনজীবী সেই অভিযোগ অস্বীকার করেন। বালু আদালতের নির্দেশ শুনে মন্তব্য করেন, সাতদিন পর আবার আসছি।

আরও পড়ুন: অঙ্কিত রাইস মিলের বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর অভিযোগ

গত সপ্তাহেও বালু আদালতে বলেন, আমি নির্দোষ। ষড়যন্ত্রের শিকার। মমতাদি আর অভিষেক সব জানে। দিন কয়েকের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে, কে বা কারা ষড়যন্ত্র করেছে। গ্রেফতার হওয়ার পরেও বালুর দাবি, বিজেপি এবং শুভেন্দু অধিকারীর চক্রান্তের শিকার তিনি। এদিকে প্রাক্তন খাদ্যমন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিত দাসকে এদিনও ফের তলব করে ইডি। জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি বলেন, ইডির তদন্তে আমি সব রকমের সহযোগিতা করব।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular