নয়াদিল্লি: এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে বাড়িতে অনুপ্রবেশের অভিযোগ। দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি লেখার তিন সপ্তাহ পরে আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই (Jai Anant Dehadrai) দাবি করেছেন, তিনি হুমকির আশঙ্কা করছেন। মহুয়া মৈত্র (Mohua Moitra) না জানিয়ে তাঁর বাড়িতে গিয়েছিলেন। এই সুপ্রিম কোর্টের আইনজীবী অভিযোগ করেছিলেন যে মহুয়া মৈত্র সংসদে প্রশ্ন করার জন্য একজন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ (Bribe) নিয়েছেন। এখন তিনি মহুয়া মৈত্রর বিরুদ্ধে পুলিশের কাছে অনুপ্রবেশ এবং কর্মীদের ভয় দেখানোর অভিযোগ এনেছেন। এই আইনজীবী সিবিআই (CBI) এবং বিজেপি (BJP) সাংসদ নিশিকান্ত দুবেকে চিঠি লিখে দাবি করেছিলেন যে তৃণমূল সাংসদ সংসদে প্রশ্ন করার জন্য ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়েছিলেন। এই অভিযোগগুলি মহুয়ার বিরুদ্ধে বর্তমান লোকসভার এথিক্স কমিটি তদন্ত করছে।
মঙ্গলবার হাউজ খাস থানার স্টেশন হাউস অফিসারের কাছে তাঁর চিঠিতে, আইনজীবী দেহদ্রাই বলেছেন যে মহুয়া এথিক্স কমিটির সামনে হাজির হওয়ার কয়েক দিন পরে ৫ এবং ৬ নভেম্বর অঘোষিতভাবে তাঁর বাড়িতে গিয়েছিলেন। এটি তাঁর জন্য উদ্বেগের গুরুতর কারণ। আরও প্রতারণামূলক অভিযোগ দায়ের করার একমাত্র উদ্দেশ্য নিয়ে মহুয়া ইচ্ছাকৃতভাবে তাঁর আবাসিক প্রাঙ্গণে আসতে পারে।
আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ইডির তলব
দেহদ্রাইয়ের সঙ্গে মহুয়ার মনোমালিন্যের অন্যতম কারণ তাদের পোষা কুকুর হেনরি। উভয়েই হেনরিকে ‘চুরি’ করার অভিযোগ এনেছে এবং তার হেফাজতের জন্য আদালতে লড়াই চলছে। কুকুরটি বর্তমানে মহুয়ার কাছে রয়েছে।
আরও খবর দেখুন