Placeholder canvas

Placeholder canvas
HomeScrollপ্রচারে গিয়ে গো-ব্যাক স্লোগানের উঠল শান্তনুকে ঘিরে
Shantanu Thakur

প্রচারে গিয়ে গো-ব্যাক স্লোগানের উঠল শান্তনুকে ঘিরে

বাগদা বাজারে বনগাঁ বাগদা সড়কে অবস্থান-বিক্ষোভে বসেন শান্তনু ঠাকুর

Follow Us :

বনগাঁ: বাগদায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে (BJP candidate Shantanu Thakur) গো ব্যাক স্লোগান (Go Back Slogan) মহিলাদের। বাগদায় (Bagda) প্রচারে গিয়ে গো-ব্যাক স্লোগানের মুখে পড়লেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ৷ তাঁকে ছোড়া হল জল ৷ এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় ৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় বসে বিক্ষোভ দেখান শান্তনু । সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা পুরাতন বাজার এলাকায়।

বিজেপি সূত্রে খবর, সারাদিন বাগদা বিধানসভায় একাধিক নির্বাচনী কার্যক্রম রয়েছে শান্তনু ঠাকুরের। সকালে পুরাতন বাজারের রাধাবল্লভ মন্দিরে পুজো যান তিনি। বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রচারে বেরিয়ে বাগদা পুরাতন বাজার রাধা বল্লভ মন্দিরে প্রণাম করতে এলে কিছু মহিলা গো ব্যাক স্লোগান দিতে থাকে। শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে জল ছুড়ে মারার অভিযোগ। এরপরই বিজেপি কর্মী সমর্থকরা আন্দোলনকারীদের ধাওয়া করে। তারপর তাদেরকে ধাওয়া করে বিজেপি কর্মী সমর্থকরা। এলাকায় পৌঁছায় বাগদা থানার পুলিশ। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপি মহিলা কর্মীরা আন্দোলনকারী মহিলাদেরকে মারধর করে। দুপক্ষের তরফ থেকে ছোড়া হয় পাথর। ঘটনার পরেই বাগদা বাজারে বনগাঁ বাগদা সড়কের উপরে অবস্থান-বিক্ষোভে বসল শান্তনু ঠাকুর ও বিজেপি কর্মী সমর্থকরা।

আরও পড়ুন: নন্দিকেশ্বরী সতিপীঠ মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা শতাব্দীর

ঘটনাস্থলে আসেন বাগদার এসডিপিও শান্তনু ঝা এসডিপিওর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের । আন্দোলনকারী দুই মহিলা আহত হয়ে বাগদা হাসপাতালে ভর্তি । তাদের অভিযোগ তাদেরকে মারধর করা হয়েছে। পুরুষরা তাদের গায়ে হাত দিয়েছে বলে অভিযোগ করছেন তারা । অন্যদিকে বিজেপির এক মহিলা নেত্রী বাগদা হাসপাতালে ভর্তি।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular