skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollরাত পোহালেই টেট পরীক্ষা, ৩ লক্ষ পড়ুয়ার ভবিষ্যত নির্ধারণ

রাত পোহালেই টেট পরীক্ষা, ৩ লক্ষ পড়ুয়ার ভবিষ্যত নির্ধারণ

টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত মেট্রো চলবে

Follow Us :

কলকাতা: রাত পোহালেই টেট (TET) পরীক্ষা। তিন লক্ষেরও বেশি পরীক্ষার্থী রবিবার টেট পরীক্ষায় বসবেন। মোট ৩  ৯ লক্ষ হাজার ৫৪ জন এই পরীক্ষা দেবেন। রাজ্যজুড়ে এই পরীক্ষা হবে। দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত এই পরীক্ষা হবে। মোট পরীক্ষা কেন্দ্র ৭৭৩টি। তার মধ্যে কলকাতায় পরীক্ষা কেন্দ্র রয়েছে পাঁচটি। কলকাতায় যেসব জায়গায় পরীক্ষা কেন্দ্র রয়েছে তা হল, যাদবপুর বিদ্যাপীঠ, চেতলা গার্লস হাইস্কুল, সরকারি স্পনসর্ড মাল্টিপারপাস বয়েজ স্কুল (টাকি), কুমার আশুতোষ ইনস্টিটিউশন।

প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট ১১ হাজার ৭৬৫টি আসন খালি রয়েছে। সেই সব ফাঁকা আসনে নিয়োগ হবে। টেট পরীক্ষার কথা ভেবে সাহায্যের হাত বাড়িয়েছে কলকাতা মেট্রো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য রবিবার অতিরিক্ত মেট্রো চলবে। কী নিয়ে হলে ঢুকতে পারবেন পরীক্ষার্থী? প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়ে্বসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড আবশ্যক। পরীক্ষা কেন্দ্রে বৈধ অ্যাডমিট কার্ড না হলে ঢোকা যাবে না। এমসিকিউ ধাঁচের প্রশ্ন হবে। মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে।

আরও পড়ুন বিনি: পয়সার পাঠশালায় সন্ন্যাসী মাস্টারের কাছে ভিড় ছাত্র ছাত্রীদের

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular