জলপাইগুড়ি: ধূপগুড়ি (Dhupguri) মহকুমার দায়িত্ব গ্রহণ করলেন নতুন মহকুমাশাসক (SDO)। আবির খেলে লাড্ডু বিতরণ করে উল্লাস মিছিল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের। শনিবার ধূপগুড়ি ডাকবাংলো চত্বরে জড়ো হন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। এরপর ব্যান্ডপার্টি নিয়ে মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা আবির খেলে ও পথচারীদের লাড্ডু বিতরণ করে ধূপগুড়ি বিডিও অফিস চত্বরে যায়। সেখানে গিয়ে নতুন মহকুমাশাসককে বরণ করে নেন মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা।
উল্লেখ্য রাজ্য সরকারের পক্ষ থেকে শুক্রবার মহকুমার গেজেট বিজ্ঞপ্তির জারি করা হয় এবং নতুন মহকুমাশাসকের নাম ঘোষণা করা হয়। শনিবার ধূপগুড়ি বিডিও অফিসের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের কার্যালয়ে এসে ধূপগুড়ি মহকুমার মহকুমাশাসকের দায়িত্ব গ্রহণ করলেন তমোজিৎ চক্রবর্তী। এদিন দায়িত্ব গ্রহণ করার পর খুশি নতুন মহকুমাশাসক। দায়িত্ব গ্রহণ করার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ধূপগুড়ি মহকুমার পথচলা শুরু হল।আমি ভীষণ খুশি জলপাইগুড়ি মহকুমা ও ধূপগুড়ি মহকুমার জন্য কাজ করতে পারব বলে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সকলে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে কি না সেটা সর্বপ্রথম দেখতে চাই। প্রতিনিয়ত এখন থেকে ধূপগুড়িতে বসব। এদিন দায়িত্ব গ্রহণের পর নতুন মহকুমাশাসকে তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা দেন। পাশাপাশি পুরসভার তরফে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন জনপ্রতিনিধিরাও মহকুমাশাসকে সংবর্ধনা দেন। ধূপগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকেও মহকুমাশাসককে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। এদিকে মহকুমাশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তমোজিৎ চক্রবর্তী ধূপগুড়ির বিডিও,আইসি ও ব্লক স্বাস্থ্য আধিকারিককে নিয়ে একটি বৈঠক সারেন।
আরও পড়ুন: বহিষ্কৃত নেতাই দলের সভাপতি পদে বসলেন, রাজনৈতিক চাপান উতোর
আরও খবর দেখুন