বিশ্বের সব দেশ নিজেদের রাজকোষে জমিয়ে রাখে সোনা। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সোনা মজুত করে সব দেশ। বিশেষ করে অর্থনীতিতে যখন টালমাটাল পরিস্থিতি তৈরি হয়, তখন পরিস্থিতি সামাল দিতে জমিয়ে রাখা সোনা। এই সোনা দেশের মুদ্রার দর নিয়ন্ত্রণেও বড় ভূমিকা পালন করে। সোনার মূল্যে স্থায়িত্ব, অন্য সম্পদের তুলনায় অনেকটাই বেশি বলে মনে করা হয়। বিশ্বের উন্নত বিভিন্ন দেশ সোনা জমিয়ে রাখতে সজাগ। ফোর্বসের একটি তালিকায় প্রকাশিত হয়েছে, কোন দেশের হাতে কী পরিমাণ সোনা জমা করে রাখা আছে। সেই তালিকার কত নম্বরে আছে ভারত ও প্রথম স্থানে রয়েছে আমেরিকা।
আরো পড়ুন: মৃত্যু হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের, উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
বিশ্বে সবথেকে বেশি সোনা জমিয়ে রেখেছে আমেরিকা। সোনার মজুদের পরিমাণ প্রায় ৮১ হাজার ৩৩৬ টন। বিশ্বের প্রথম স্থানে রয়েছে আমেরিকা। তার পরই তালিকায় রয়েছে জার্মানি। সে দেশের ভান্ডারে প্রায় ৩ হাজার ৩৫২ টন সোনা জমানো রয়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের ইটালি। এই দেশে জমাকৃত সোনার পরিমাণ প্রায় ২ হাজার ৪৫১ টন। চতুর্থ স্থানে থাকা ফ্রান্সের গোল্ড রিজার্ভ প্রায় ২ হাজার ৪৩৬ টন। এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ার মস্কোর ভান্ডারে প্রায় ২ হাজার ৩৩২ টন সোনা রয়েছে বলে উঠে এসেছে ফোর্বসের রিপোর্টে। ষষ্ঠ স্থানে রয়েছে চিন। ২ হাজার ১৯১ টন সোনা রয়েছে এই দেশে। এর পর রয়েছে সুইজারল্যান্ড। এই দেশে সোনা রয়েছে প্রায় ১ হাজার ৪০ টন। তার পর রয়েছে জাপান। জাপানের গোল্ড রিজার্ভ প্রায় ৮৪৫ টন। আর তার পরেই নবম স্থানে রয়েছে ভারত। ভারতের ভান্ডারে জমিয়ে রাখা সোনার পরিমাণ প্রায় ৮০০ টন। তালিকার দশ নম্বরে থাকা নেদারল্যান্ডসের কাছে সোনা রয়েছে প্রায় ৬১২ টন। তবে শীর্ষে রয়েছে আমেরিকা।
আরো অন্য খবর দেখুন