skip to content

skip to content
Homeখেলা'তিনি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী নন, ভারতীয় দলের গোলরক্ষক', ভুল ট্যাগিং নিয়ে বিরক্ত...

‘তিনি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী নন, ভারতীয় দলের গোলরক্ষক’, ভুল ট্যাগিং নিয়ে বিরক্ত অমরিন্দর

Follow Us :

চন্ডীগড়: সদ্য পঞ্জাব মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং| আর সেটাই বিরম্বনা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় দলের গোলরক্ষকের কাছে| না কোনও রাজনৈতিক কারণ নেই| নেটিজেন এবং সাংবাদিকদের ট্যাগিং নিয়েই এখন সমস্যায় পড়েছেন অমরিন্দর সিং|

গত ১৮ সেপ্টেম্বর পঞ্জাব মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং| এরপর থেকেই সমস্ত খবরের শিরোনামে রয়েছেন তিনি| সোশ্যাল সাইটও যে এর বাইরে নয়, তা বলাই বাহুল্য| সেখানেই যত সমস্যা|

নামের মিল| আর এতেই যত গন্ডোগোল শুরু হয়েছে| নানান পোস্টে পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করতে গিয়ে সব জায়গাতেই ট্যাগ করা হচ্ছে এটিকে-মোহনবাগান তথা ভারতীয় দলের গোলরক্ষক অমরিন্দর সিং কে| নামের মিলেই হচ্ছে এই সমস্যা|

আর তাতেই বিরক্ত ভারতীয় দলের গোলরক্ষক| করোনায় আক্রান্ত হয়ে আপাতত নিজের বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন অমরিন্দর| ভারতীয় দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপেও যেতে পারেননি তিনি|

তার মধ্যে এমন ঘটনা যে তাঁকে বিরক্ত করছে তা বলাই বাহুল্য| সোশ্যাল সাইটেই তিনি আবেদন করেছেন ভুল করে বারবার তাঁর নাম ট্যাগ না করতে| তিনি তো আর পঞ্জাবের প্রক্তন মুখ্যমন্ত্রী নন| তিনি লেখেন, ‘বিভিন্ন সংবাদ সংস্থা থেকে সাংবাদিকদের কাছে আমার আবেদন, দয়া করে আমার নাম এমনভাবে ট্যাগ করবন না| আমি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী নই| আমি ভারতীয় দলের গোলরক্ষক অমরিন্দর সিং’|

অমরিন্দরের এই ট্যুইটই এখন সোশ্যাল সাইটে ট্রেন্ডিং| যদিও তাঁর আবেদনে কতটা কাজ হবে, তা অবশ্য তিনি নিজেও জানেন না|

RELATED ARTICLES

Most Popular