skip to content

skip to content
HomeখেলাChampions League: 'গুরু'র দলের বিরুদ্ধেই পিএসজি'র হয়ে প্রথম গোল মেসির

Champions League: ‘গুরু’র দলের বিরুদ্ধেই পিএসজি’র হয়ে প্রথম গোল মেসির

Follow Us :

প্যারিস: এমনই একটা দিনের অপেক্ষায় তিনি ছিলেন| অবশেষে পারলেন| প্যারি সাঁজার হয়ে প্রথম গোল লিওনেল মেসির| তাও আবার পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধেই| আর তাতেই মাতোয়ারা পত দ্যু ফ্রঁসে স্টেডিয়াম|

পিএসজিতে যোগ দেওয়ার পর তিনটি ম্যাচ খেলা হয়ে গেলেও, লিও মেসির পা থেকে গোল অধরাই ছিল| মাঝে আবার পায়ের চোট| দুটো ম্যাচে নামতেই পারেননি ফুটবল বিশ্বের রাজপুত্র|

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে পেপের ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধেই ফের মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি| বার্সা ছাড়ার পর একসময় যে ম্যাঞ্চেস্টারে মেসির যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ছিল, এদিন সেই ম্যাঞ্চেস্টার সিটিই ছিল তাঁর প্রতিপক্ষ| লড়াইটা ছিল গুরু বনাম শিষ্যের|

মেসিকে মাঠে দেখার জন্য মুখিয়ে ছিলেন খোদ গুয়ার্দিওলাও| পত দ্যু ফ্রঁসেতে শুরু থেকেই এদিন দুরন্ত ছন্দে ছিলেন তিনি| ম্যাচের ৮ মিনিটেই ইদ্রিসার গোলে এগিয়ে যায় পিএসজি| কিন্তু সকলের চোখ ছিল এদিন একজনের দিকেই| তিনি মেসি|

অবশেষে সেই কাঙ্খিত মুহূর্ত আসে ম্যাচের ৭৪ মিনিটের মাথায়| কিলিয়ান এমবাপ্পের বাড়ানো পাস থেকে পিএসজির জার্সিতে প্রথম গোল করেন লিওনেল মেসি| তাও আবার চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে| আর তাতেই প্যারি সাঁজার জয়ও নিশ্চিত হয়ে যায়|

পিএসজিতে যোগ দেওয়ার পর তাঁর পা থেকে গোল দেখার জন্য যেমন প্রহর গুনছিলেন অগুন্তি মেসি ভক্তরা| তেমনই অপেক্ষায় ছিলেন মেসিও| অবশেষে বাঁ পায়ের জাদুকরের জাদু দেখল ফরাসী ফুটবল প্রেমীরাও| তাতেই মুগ্ধ সকলে| এবারের চ্যাম্পিয়ন্স লিগে মেসির পা থেকেই পিএসজিও প্রথম জয়টা পেল|

RELATED ARTICLES

Most Popular