skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeখেলাঅর্থ সঙ্কট মেটাতে ইস্টবেঙ্গল তহবিলে মদন দিলেন এক মাসের বেতন

অর্থ সঙ্কট মেটাতে ইস্টবেঙ্গল তহবিলে মদন দিলেন এক মাসের বেতন

Follow Us :

বুধবার যখন ইস্ট বেঙ্গল তাঁবুর সামনে সমর্থকদের যুযুধান দুই পক্ষ ইনভেস্টরদের দেওয়া এগ্রিমেন্টে সই করা বা না করা নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাঁধাচ্ছিলেন, তখন বিধায়ক মদন মিত্রের বাড়ির সামনে হাজার দুয়েক লাল হলুদ সমর্থক বিধায়ককে উদ্দেশ্য করে বলছিলেন, কিছুতেই ক্লাব বিক্রি করতে দেব না। উত্তেজিত সমর্ধকদের শান্ত করতে মদন তখন বলেছিলেন ক্লাবকে সদস্য সমর্থকদের হাতে রাখতে তিনি দরকার হলে তাঁর বিধায়কের এক মাসের বেতন ক্লাব তহবিলে দান করবেন।

কথা রাখলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে ইস্ট বেঙ্গল তাঁবুতে গিয়ে তিনি তাঁর এক মাসের বেতন (৮২ হাজার টাকা) দিয়ে এলেন। এর পর মদন উপস্থিত সদস্য-সমর্ধকদের উদ্দেশে বলেন, “আমি গতকালই বলেছিলাম এক মাসের বেতন দেব। তাই আজ ক্লাবে এলাম। এক মাসের বেতনের টাকা দিয়ে দিলাম। আসলে ইনভেস্টরদের সঙ্গে মনোমালিন্য নিয়ে ক্লাবে একটা সমস্যা হচ্ছে। এটা দু পক্ষের আলোচনায় মেটাতে হবে। তৃতীয় কোনও পক্ষকে দিয়ে এই কাজটা হবে না। শুনলাম আজই নাকি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সচিন কুশল দাস বলে দিয়েছেন, তাঁরা এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। ঠিকই বলেছে। আই এফ এ-ও তাই বলেছে। নিজেদের মধ্যে বিবাদ নিজেদের মেটানো উচিত। আশা করি খুব তাড়াতাড়ি এই বিবাদ মিটে যাবে এবং গত বারের মতো এবারও ক্লাব আই এস এল-এ খেলবে।”

এদিন মদনের পরনে ছিল হলুদ রঙয়ের ধুতি এবং লাল কাজ করা পঞ্জাবি। লাল হলুদে এসেছেন বলেই লাল হলুদ পোশাকে নিজেকে সাজিয়েছিলেন তিনি।

RELATED ARTICLES

Most Popular