Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাSarfaraz Khan: ব্র্যাডম্যানের পরেই এখন সরফরাজ খান!

Sarfaraz Khan: ব্র্যাডম্যানের পরেই এখন সরফরাজ খান!

Follow Us :

ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য ফর্মে মুম্বইয়ের তারকা ব্যাটার সরফরাজ খান। এদিন, ইরানি ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনে অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে সরফরাজ আউট হলেন ১৩৮ রানে। প্রথম শ্রেণীর ক্রিকেটে সরফরাজের ব্যাটিং গড় দাঁড়াল ৮১.৩৩। প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাটিং গড়ে সরফরাজের আগে এখন শুধু ডন ব্র্যাডম্যান (৯৫.১৪)। প্রথম শ্রেণীর ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সরফরাজই এখন সবার আগে। বিজয় মার্চেন্ট (৭১.৬৪)-এর ব্যাটিং গড়কেও ছাপিয়ে গিয়েছেন সরফরাজ। 

আরও পড়ুন-Guwahati T20: সপ্তমীতে সিরিজ জেতার হাতছানি রোহিতদের কাছে, গুয়াহাটিতে কেমন হতে পারে প্রথম একাদশ

চলতি মরসুমে রঞ্জি, দলীপ ট্রফির ফাইনালে সরফরাজ  সেঞ্চুরি করেন। এবার ইরানি ট্রফিতেও সেঞ্চুরি করলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে সরফরাজ তাঁর শেষ ২৪টি ইনিংসের মধ্যে ৯টা সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি করেছেন, ব্যাটিং গড়ে ১২৫-র উপরে। ২৯ ম্যাচে ৪৩টি ইনিংস খেলে ১০টি সেঞ্চুরি, ৮টি হাফ সেঞ্চুরি সহ ২৯২৮ রান করেন। 

জাতীয় দলে ঢোকার লড়াইয়ে ঢুকে পড়েছেন মুম্বইয়ের ২৪ বছরের তারকা এই ব্যাটার। রজত পাতিদার, শাহরুখ খান, রাহুল ত্রিপাঠি-র সঙ্গে সরফরাজ খানের নাম ডুকে পড়েছে নির্বাচকদের গুডবুকে।

RELATED ARTICLES

Most Popular