skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeBig newsওডিআইতে দ্রুততম ২০০০ রানের রেকর্ড শুভমান গিলের

ওডিআইতে দ্রুততম ২০০০ রানের রেকর্ড শুভমান গিলের

Follow Us :

ধরমশালা: রেকর্ডটা তিনি করবেন এ মোটামুটি নিশ্চিতই ছিল। কত তাড়াতাড়ি করবেন সেটাই ছিল প্রশ্ন। নিউজিল্যান্ড ম্যাচে বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করলেন শুভমান গিল (Shubman Gill)। এতদিন এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকান ওপেনার হাসিম আমলার (Hasim Amla) দখলে। ৪০ ম্যাচে ২০০০ রান করেন তিনি। গিল নিলেন ৩৮ ম্যাচ।

বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে নামার আগে রেকর্ড করতে ৬৭ রান প্রয়োজন ছিল তাঁর। সেদিন ৫৩ রানে আউট হয়ে যান গিল। ফলে কিউয়িদের বিরুদ্ধে ১৪ রান করলেই ২০০০ রানের মাইলস্টোন পূর্ণ হত। ভারতীয় ওপেনার করলেন ৩১ বলে ২৬। ২৬ রানের ইনিংসেই পাঁচটা বাউন্ডারি মেরেছেন তিনি। দারুণ ফর্মে দেখাচ্ছিল তাঁকে। লকি ফার্গুসনের (Lockie Ferguson) বলে আপার কাট মারতে গিয়ে ডিপ থার্ডম্যানে ধরা পড়েন। তাঁর থেকে একটা বড় ইনিংস দেখার অপেক্ষায় সবাই।

আরও পড়ুন: কপিল দেব, আশিস নেহরাদের টপকালেন মহম্মদ শামি

 

আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের উত্থান ঘটিয়েছেন গিল। বিরাট কোহলির (Virat Kohli) পরে ভারতীয় ক্রিকেটের সুপারস্টার হিসেবে মনে করা হচ্ছে তাঁকে। ইতিমধ্যেই ১০টি অর্ধশতরান এবং ছটি শতরান করে ফেলেছেন তিনি। একটি ডাবল সেঞ্চুরিও আছে তাঁর। গড় ৬২.৮৮। প্রসঙ্গত, ডেঙ্গি আক্রান্ত হওয়ায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি গিল। যে তিন ম্যাচ খেলেছেন তার প্রত্যেকটিতেই ছন্দে দেখা গিয়েছে। কিন্তু বড় রান আসেনি। ইংল্যান্ড ম্যাচে খরা কাটাতে চাইবেন তিনি।

এদিকে টানা চার ম্যাচে বেঞ্চে বসে থাকার পর রবিবার মহম্মদ শামিকে নামানো হয়। প্রথম সুযোগেই কামাল করেছেন মহম্মদ শামি (Mohammad Shami)। ১০ ওভারে ৫৪ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। দুরন্ত পারফরম্যান্সের সঙ্গেই একাধিক রেকর্ড করলেন তিনি, টপকে গেলেন কিংবদন্তিদের। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) চোট না পেলে হয়তো খেলাই হত না তাঁর। সুযোগের সদ্ব্যবহার একেই বলে।

 

RELATED ARTICLES

Most Popular