Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাT20 WC 2022: ফিরল লঙ্কার ঝাল, UAEকে ৭৩ রানে অল আউট করে...

T20 WC 2022: ফিরল লঙ্কার ঝাল, UAEকে ৭৩ রানে অল আউট করে জয় শনকাদের

Follow Us :

ইউএই-কে ৭৯ রানে হারিয়ে চলতি টি২০ বিশ্বকাপে প্রথম জয় পেল এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। উদ্বোধনী ম্যাচে 
নামিবিয়ার কাছে বড় হারের ধাক্কা সামলে, ঘুরে দাঁড়াল দাশুন শনকার দল।এবার সুপার ১২-তে উঠতে হলে শ্রীলঙ্কাকে 
বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারাতে হবে। নেদারল্যান্ডস দুটো খেলে দুটোতে জিতে গ্রুপ শীর্ষে আছে। গ্রুপ থেকে দুটি দল সুপার ১২-তে উঠবে।

এদিনে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ৮ উইকেটে ১৫২ রান। লঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা ৬০ বলে ৭৪ রান করে দারুণ 
শুরু করেন। কিন্তু ইনিংসের শেষ ১০ ওভার একেবারেই ভাল খেলতে পারেননি লঙ্কান ব্যাটাররা। ইউএই-র ভারতীয় 
বংশোদ্ভুত স্পিনার  কার্তিক মেইপ্পান হ্যাটট্রিক করেন। চেন্নাইয়ে জন্ম হওয়া ২২ বছরের মেইপ্পান ইনিংসের ১৫তম ওভারে 
পরপর তিন বলে আউট করেন ভানুকা রাজাপাক্ষে, ছারিত আসালাঙ্কা ও দাসুন শনকাকে। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে 
এটি পঞ্চম হ্যাটট্রিক। এই ম্যাচে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন মেইপ্পান। 

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করেন সংযুক্ত আরবের অনভিজ্ঞ ব্যাটাররা। 
মাত্র ১৭.১ ওভারে ৭৩ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কান তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৮ রান দিয়ে নেন ৩ 
উইকেট। দুশমন্ত চামিরা ১৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। ইউএই-র মাত্র তিনজন ব্যাটার দু অঙ্কের রান করেন। ৩৬ 
রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছিল ইউএই। 

আরও পড়ুন-Karthik Meiyppan: চলতি টি২০ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক UAE-র কার্তিক মেইপ্পানের

পয়েন্ট তালিকা-
গ্রুপ এ (দুটি করে ম্যাচ খেলার পর)

নেদারল্যান্ডস: ৪ পয়েন্ট (নেট রান রেট ০.১৪৯)
নামিবিয়া: ২ পয়েন্ট (নেট রান রেট ১.২৭৭)
শ্রীলঙ্কা: ২ পয়েন্ট (নেট রান রেট ০.৬০০)
ইউএই: ০ পয়েন্ট (নেট রান রেট (-)২.০২৮)

শেষ ম্যাচে খেলবে
শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস
নামিবিয়া বনাম ইউএই 

RELATED ARTICLES

Most Popular