skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollবৃষ্টিতে ম্যাচ ছোট হলে কোহলিদের প্লে অফ অঙ্ক কী?
Royal Challengers Bengaluru

বৃষ্টিতে ম্যাচ ছোট হলে কোহলিদের প্লে অফ অঙ্ক কী?

খেলা যদি ১০ ওভারের হয়, প্রথমে ব্যাট পেলে আরসিবিকে ১৩০ করতে হবে...

Follow Us :

বেঙ্গালুরু: শনিবার প্লে অফ ওঠার লড়াইয়ে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং চেন্নাই সুপার কিংস (CSK)। চেন্নাই জিতলেই প্লে অফে, টাই হলে বা খেলা পণ্ড হলেও তাই। এমনকী হারলেও যদি নেট রান রেট আরসিবির থেকে বেশি থাকে তাহলেও মহেন্দ্র সিং ধোনিরা (MS Dhoni) নক আউটে যাবেন। অন্যদিকে বিরাট কোহলিদের (Virat Kohli) সমীকরণ কিছুটা জটিল।

প্রথমে ব্যাট করে ২০০ রান করলে কোহলিদের ১৮ বা তার বেশি রানে জিততে হবে। পরে ব্যাট করলে চেন্নাইয়ের ২০০ টপকাতে হবে অন্তত ১৮.১ ওভারে। এই অঙ্ক খাটবে যদি ম্যাচ পুরো ২০ ওভারের ম্যাচ হয়। কিন্তু বেঙ্গালুরুর (Bengaluru) চিন্নাস্বামী স্টেডিয়াম (Chinnaswamy Stadium) অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টি ম্যাচে বিঘ্ন ঘটাবে। শনিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং ম্যাচের সময়েও ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: আজ কোহলি-ধোনি দ্বৈরথ, প্লে অফে যাচ্ছেন কে?

 

অ্যাকুওয়েদার জানাচ্ছে, ম্যাচ চলাকালীন (সন্ধে ৭.৩০টা থেকে রাত ১১.৩০টা) বৃষ্টিপাতের সম্ভাবনা ৩৫ থেকে ৫০ শতাংশ। সন্ধেবেলার তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৫ শতাংশ। তাই ম্যাচ পুরো ২০ ওভারের না হওয়ার সম্ভাবনাই বেশি। এক্ষেত্রে কোহলিদের প্লে অফের অঙ্ক পাল্টে যাবে।

খেলা যদি ১০ ওভারের হয়, প্রথমে ব্যাট পেলে আরসিবিকে ১৩০ করতে হবে এবং সিএসকেকে ১১২ রানের মধ্যে আটকাতে হবে। পরে ব্যাট করলে চেন্নাইয়ের ১৩১ রানের লক্ষ্য পেরতে হবে ৮.১ ওভারে। ম্যাচ যদি পাঁচ ওভারের হয় তাহলে প্রথমে ব্যাট করে কোহলিদের ৮০ রান করে চেন্নাইকে ৬২ রানের মধ্যে বেঁধে ফেলতে হবে। পরে ব্যাট করলে ধোনিদের ৮১ রান ৩.১ ওভারে করে ফেলতে হবে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular