Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরEgra Incident | এগরায় বিস্ফোরণের জের! বিভিন্ন স্থানে তল্লাশি পুলিশের, উদ্ধার ২৫০...

Egra Incident | এগরায় বিস্ফোরণের জের! বিভিন্ন স্থানে তল্লাশি পুলিশের, উদ্ধার ২৫০ কেজি বাজি

Follow Us :

বারাসত: এগরার ঘটনার জের। কোথায় কোথায় বাজি মজুত রয়েছে তা খুঁজতে লুকআউট তল্লাশিতে নেমে পড়ল বারাসত জেলা পুলিশ। বুধবার বিকেলে তল্লাশি অভিযান চালিয়ে বারাসতে টালিখোলা আড়িববাড়ি এলাকা থেকে ২৫০ কেজি অবৈধ বাজি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দত্তপুকুর এলাকাতেও এই তল্লাশি অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, এগরায় বাজি বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আর এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে বারাসত থানার পুলিশ। বুধবার বিকেল থেকে তল্লাশি অভিযান শুরু করে।অভিযানে বেরিয়েই উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বাজি।

আরও পড়ুন: C V Ananda Bose | ‘বাংলার পুত্ররূপে পরিচিত হতে চাই’, নতুন বই প্রকাশ করে মন্তব্য রাজ্যপালের

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বারাসত ব্যারাকপুর রোড সংলগ্ন আরিফবাড়ি ও টালিখোলা এলাকায় হানা দিতেই পালিয়ে যায় বাজি মালিক। তবে শুধু বারাসত নয়, দত্তপুকুর এলাকাজুড়েও একইভাবে চালানো হয়েছে তল্লাশি। 

বাদ যায়নি উত্তর চব্বিশ পরগনাও। মঙ্গলবারই হাবরা এলাকায় চলে তল্লাশি। সেখানেও উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ বাজি। তারপরেই বুধবার বিকেলে বারাসত দত্তপুকুর এলাকায় শুরু হয় বারাসত জেলা পুলিশের লুকআউট তল্লাশি।

RELATED ARTICLES

Most Popular