skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollপুকুর ভরাট করে আরএসএস ভবন! পুরনিগমের নোটিস
Asansol Municipal Corporation

পুকুর ভরাট করে আরএসএস ভবন! পুরনিগমের নোটিস

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, পুকুর ভরাট করে আরএসএস ভবন তৈরি হয়েছে

Follow Us :

আসানসোল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছিলেন, আসানসোলে (Asansol) পুকুর ভরাট করে আরএসএস (RSS) ভবন তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সেই বার্তার পর এবার আরএসএস ভবনে প্রয়োজনীয় নথি চেয়ে নোটিস পাঠালো আসানসোল পুরনিগম (Asansol Municipal Corporation)। আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। বিল্ডিং প্ল্যান এবং হোল্ডিং ট্যাক্স-এর হিসেব চাওয়া হয়েছে। আগামী সাতদিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র আসানসোল পুরনিগমে জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: নিট কাণ্ড তুলতেই সংসদে রাহুলের মাইক্রোফোন ‘অফ’!

নোটিস দেওয়ার খবর মেনে নিয়েছেন আরএসএস-এর আইনি উপদেষ্টা পীযূষকান্তি গোস্বামী। প্রসঙ্গত, বৃহস্পতিবার নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি জবরদখল নিয়ে তুমুল বিষোদগার করেছিলেন। তিনি জানান, মলয় ঘটক বলেছেন আসানসোলে পুকুর ভরাট করে তিনতলা আরএসএস ভবন তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সেই বার্তার পরেই নড়েচড়ে বসেছে আসানসোল পুরনিগম এবং প্রশাসন। বৃহস্পতিবার সেই আরএসএস ভবন সরেজমিনে পরিদর্শন করেছিলেন পুর ও প্রশাসনের আধিকারিকরা। তারপরেই প্রয়োজনীয় নথি চেয়ে নোটিস দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular