Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরSundarbans Erosion: সন্দেশখালিতে রায়মঙ্গলের গ্রাসে গ্রাম, ৩০০ ফুট রাস্তা নদীগর্ভে

Sundarbans Erosion: সন্দেশখালিতে রায়মঙ্গলের গ্রাসে গ্রাম, ৩০০ ফুট রাস্তা নদীগর্ভে

Follow Us :

সুন্দরবন: নদীপাড়ের বাসিন্দাদের কাছে এক আতঙ্কের নাম ভাঙন (Erosion)। সুন্দরবনে (Sundarbans) রায়মঙ্গল নদীর ( Raimangal River) গ্রাসে গ্রামের রাস্তা। প্রায় ৩০০ ফুট রাস্তা নদীগর্ভে চলে যাওয়ায় রীতিমত আতঙ্কিত সন্দেশখালি দু’নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুরের গ্রামবাসীরা। এর ফলে সুন্দরবনের সন্দেশখালি এলাকার মানুষ আতঙ্কের প্রহর গুনছে। বড় বড় ফাটলও দেখা দিয়েছে নদীবাঁধগুলিতে।   

স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে নদীর জলস্তর বাড়তে শুরু করে। রায়মঙ্গল ও ছোট কলাগাছি নদীর সংযোগস্থলের পাশেই রয়েছে আতাপুর, কোরাকাটি, মণিপুরী সহ একাধিক গ্রাম। সেই  সময় গ্রামবাসীরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় হঠাৎই দেখেন ধস নামতে। পাকা রাস্তা হঠাৎই ধসে প্রায় ৩০০ ফুট নদীগর্ভে চলে যায়। তারপর যে যার মত ছুটে পালাতে থাকে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুন: Bomb Recovered: পঞ্চায়েত ভোটের আগে ফের প্রচুর বোমা উদ্ধার বীরভূমে 

এলাকাবাসীর অভিযোগ, সময় যত যাচ্ছে, ততই বাঁধের মাটিক্ষয় বেড়েই চলেছে। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। এলাকায় বেশিরভাগ মানুষ মৎস্যজীবী।  বাঁধের ভাঙন আরও যদি বেশি হতে থাকে, সেক্ষেত্রে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষদের জীবন-জীবিকা সংকটের মুখে পড়তে পারে।

পাশাপাশি, যাতে বড়সড় কোনও বিপর্যয় না ঘটে, তাই এদিন স্থানীয়দের সতর্ক করতে গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। একদিকে সেচ দফতরের পাশাপাশি বিডিওকে বিষয়টি জানিয়েছেন গ্রামবাসীরা। নদীর জলস্তর বেড়ে গিয়ে হঠাৎই ভাঙন দেখা যায় বলে প্রাথমিক অনুমান সেচ দফতরের। নদীবাঁধ মেরামতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 

RELATED ARTICLES

Most Popular