Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরCoal Scam: কয়লা কাণ্ডে সিআইডির হাতে গ্রেফতার আরও ২

Coal Scam: কয়লা কাণ্ডে সিআইডির হাতে গ্রেফতার আরও ২

Follow Us :

দুর্গাপুর: কয়লা কাণ্ডে সিআইডির জালে আরও দুই ব্যক্তি। অন্ডালের গাইঘাটার বিজয় সিং এবং অন্ডালের সিঁদুলি এলাকার অভিষেক কুমার সিনহা রবিবার রাতে গ্রেফতার করে সিআইডি। সোমবারে তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। রবিবারও কয়লা পাচারে জড়িত দুই ব্যক্তিকে সিআইডি দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। শনিবার রাতে আসানসোলের ঊষাগ্রাম ও পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

ধৃতদের নাম ওম প্রকাশ আগরওয়াল ও যুধিষ্ঠির ঘোষ। ধৃতদের হেফাজতে নেওয়ার পর তাঁদের জিজ্ঞাসাবাদ করে বিজয় ও অভিষেকের সন্ধান পায় সিআইডি। তার পর তাঁদের গ্রেফতার কর হয়। অবৈধ কয়লা কাণ্ডে সিবিআইয়ের সমান্তরাল তদন্ত চালাচ্ছে সিআইডি। রাজ্য সরকারের তরফে গঠন করা ২০ জনের এই তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন সিআইডির ডিআইজি।

কয়লা কাণ্ডে এখনও পর্যন্ত ৩৩টি মামলার দায়ের হয়েছে। ইসিএলের তরফে কয়লা চুরি, দুর্নীতি-সহ বেশ কিছু অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। প্রথমে এই ৩৩টির মধ্যে গুরুত্বপূর্ণ ৩টি মামলা নিয়ে তদন্ত শুরু করে সিআইডি। কয়লা কাণ্ডের তদন্তে নেমে সিআইডি সর্বপ্রথম রণধীর সিং নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করে। রণধীর কয়লা পাচার চক্রের অন্যতম চাঁই অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ। 

RELATED ARTICLES

Most Popular