skip to content
Wednesday, July 3, 2024

skip to content
Homeরাজ্যনির্বাচন কমিশনে সরকারের পছন্দের নিয়োগ আটকাতে আদালতে কংগ্রেস

নির্বাচন কমিশনে সরকারের পছন্দের নিয়োগ আটকাতে আদালতে কংগ্রেস

২ কমিশনারের নাম চূড়ান্ত করতে ১৫ মার্চ বৈঠকে বসতে পারে সংশ্লিষ্ট প্যানেল

Follow Us :

কলকাতা: ১৫ মার্চের মধ্যে কেন্দ্রীয় সরকার দুই নির্বাচন কমিশনারের পদ পূরণ করে ফেলার উদ্যোগ নিয়েছে। সেই নিয়োগ আটকাতে সোমবার আদালতের দ্বারস্থ হল কংগ্রেস (Congress)। সরকার যাতে এই নিয়োগে হস্তক্ষেপ না করে, সেই আবেদন জানিয়ে সু্প্রিম কোর্টে গিয়েছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর। সূত্রের খবর, ওইদিন কমিশনারের বাকি দুটি পদ পূরণ করার জন্য ওই প্যানেল বৈঠকে বসতে পারে।
গত শনিবার রাতে আচমকাই নির্বাচন কমিশনার পদে ইস্তফা দেন অরুণ গোয়েল (Arun Goel Election Commissioner)। আর এক কমিশনার অনুপ পাণ্ডে গত মাসে অবসর নিয়েছেন। লোকসভা এবং কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটের মুখে অরুণের ইস্তফায় সঙ্কটে পড়েছে কমিশন। এই মুহূর্তে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ছাড়া কমিশনে আর কোনও সদস্য নেই। লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মতো বিশাল কর্মকাণ্ড একজন কমিশনারের পক্ষে সামাল দেওয়া মুশকিল বলে কমিশনের একাধিক অফিসার মনে করছেন।

এতদিন নির্বাচন কমিশনের সদস্য নিয়োগ করত প্রধানমন্ত্রী, তাঁর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী, সুপ্রিম কোর্টের (Supreme court) প্রধান বিচারপতি এবং দেশের বিরোধী নেতার সমন্বয়ে গঠিত প্যানেল। ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকার নতুন আইন করে সেই প্যানেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়েছে। তা নিয়ে বিরোধীরা প্রতিবাদও করে। তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশনকে নিজেদের কবজায় রাখতে কেন্দ্রীয় সরকার এই আইন করেছে। বিরোধী নেতা ছাড়া নতুন প্যানেলে সরকারের প্রতিনিধিরই আধিক্য থাকছে।

আরও পড়ুন: মঙ্গলবারের মধ্যে নির্বাচনী বন্ডের তথ্য জমা দিতে হবে

এদিকে অরুণের আচমকা ইস্তফাকে কেন্দ্র করে রহস্য বেড়েই চলেছে। বিরোধী দলগুলি নানান ধরনের অভিযোগ তুলেছে। কেউ বলছেন, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ অরুণকে বিজেপি লোকসভা ভোটে প্রার্থী করবে বলে তিনি ইস্তফা দিয়েছেন। আবার কেউ বলছেন, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিরোধের কারণেই তিনি ইস্তফা দিয়েছেন। কী কারণে অরুণ গোয়েল ভোটের মুখে পদত্যাগ করলেন, তা নিয়ে তদন্ত চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন ভারত সরকারের প্রাক্তন সচিব ইএএস শর্মা।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, অরুণের ইস্তফা বেশ কিছু প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। তিনি প্রশ্ন তুলেছেন, গোয়েল কি কমিশনের সব সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ইস্তফা দিলেন ? তিনি কি বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়াই করবেন বলে পদত্যাগ করলেন ? তৃণমূলের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বাংলার ভোটে যে সব কড়া ব্যবস্থার নিদান দিয়েছেন, তার সঙ্গে একমত হতে না পেরেই অরুণ ইস্তফা দিয়েছেন। রবিবার কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূলের জনগর্জন সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাগজে দেখলাম, বাংলাকে দখল করার যে চেষ্টা কমিশন করছে, তা অরুণ গোয়েল মানতে চাননি। তাই তিনি ইস্তফা দিয়েছেন। আমরা তাঁকে সেলাম জানাই। সব মিলিয়ে অরুণের ইস্তফা নিয়ে রহস্য এখনও থেকে গিয়েছে। কমিশন কিংবা সরকার তার কোনও ব্যাখ্যাও দেয়নি। এই আবহে ১৫ মার্চ সংশ্লিষ্ট প্যানেল কী সিদ্ধান্ত নেয়, তার দিকে নজর রয়েছে রাজনৈতিক দলগুলির।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kalyan Banerjee | মোদিকে কী বললেন তৃণমূলের কল্যাণ? রেগে লাল বিজেপি সাংসদরা
00:00
Video thumbnail
আজকে (Aajke) | পিটিয়ে মারা থেকে চোপড়া, আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তো উঠবেই
00:00
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | ইডি, আদালত, কৌস্তুভ রায়, কেজরিওয়াল আর হেমন্ত সোরেন, মামলা কিন্তু এক
00:00
Video thumbnail
Rahul Gandhi | মোদিকে চিঠি রাহুলের, কী চাইছেন দেখুন
00:00
Video thumbnail
Politics | পলিটিক্স (02 July, 2024)
14:55
Video thumbnail
Fourth Pillar | ইডি, আদালত, কৌস্তুভ রায়, কেজরিওয়াল আর হেমন্ত সোরেন, মামলা কিন্তু এক (পর্ব-২)
12:02
Video thumbnail
Aajke | এ এক আজব রাজ্যপাল, নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত
10:54
Video thumbnail
Kalyan Banerjee | মোদিকে কী বললেন তৃণমূলের কল্যাণ? রেগে লাল বিজেপি সাংসদরা
07:33:25
Video thumbnail
Kalyan Banerjee | ওম বিড়লাকে কী বললেন কল্যাণ? তারপর সংসদে কী হল দেখুন
08:23:26
Video thumbnail
Akhilesh Yadav | সংসদে হেরো সরকার, আর কী বললেন অখিলেশ? উত্তাল সংসদ
08:13:19