Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যাদবপুরের অধ্যাপককে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ

ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যাদবপুরের অধ্যাপককে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ

Follow Us :

কলকাতা: ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে এখনও গ্রেফতার করা হয়নি। সোমবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ওই অধ্যাপককে গ্রেফতারের দাবিতে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাল আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন। এদিন তারা থানায় স্মারকলিপিও জমা দেয়। তাদের অভিযোগ, থানায় অভিযোগ জানানোর পর দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও গ্রেফতার হয়নি অভিযুক্ত। যদিও পুলিসের দাবি, কয়েকদিন আগে অভিযুক্তের খোঁজে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তল্লাশি চালানো হয়েছে। 

এর আগেই ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত অধ্যাপককে বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানিয়েছিলেন অভিযোগকারিনী গবেষক ছাত্রী৷ তাঁর অভিযোগ ছিল, অনেকদিন ধরেই এমফিলের ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন ওই অধ্যাপক৷ ২৫ জুন থিসিস পেপার নিয়ে কথা বলতে ছাত্রীকে নিজের কোয়ার্টারে ডেকে পাঠিয়েছিলেন তিনি৷ অভিযোগ, সেখানে তাঁকে জোর করেন অভিযুক্ত৷ কোনওমতে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যান গবেষক ছাত্রী৷

দীর্ঘদিন ধরে এসব সহ্য করলেও ওই ঘটনার পর অধ্যাপকের বিরুদ্ধে মুখ খোলেন গবেষক ছাত্রী৷ তাঁর অভিযোগের পরই অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ অভিযুক্ত অধ্যাপককে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সমস্ত কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়৷ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বজায় থাকবে বলে সূত্রের খবর। যাদবপুর থানাতে এফআইআর করা হলেও পুলিস এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ পড়ুয়াদের। 

 

RELATED ARTICLES

Most Popular