Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাIT Park | হাওড়ায় শিল্পের জোয়ার, চাকরি পাবে এক লক্ষ ৬০ হাজারেরও...

IT Park | হাওড়ায় শিল্পের জোয়ার, চাকরি পাবে এক লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষ

Follow Us :

কলকাতা: হাওড়া (Howrah) জেলার আইটি পার্কগুলিতে (IT Park) আগামী দিনে প্রচুর পরিমানে বিনিয়োগ (Investment) আসার সম্ভাবনা রয়েছে। সেই বিনিয়োগ গুলি বাস্তবায়িত হলে বহু মানুষের কর্মসংস্থান হবে। শুক্রবার হাওড়ার শরৎ সদনে (Sarat Sadan)ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সিনার্জি সম্মেলনে এসে এমনই দাবি করেছেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)।

মন্ত্রীর দাবি, আগামী দু’তিন বছরে হাওড়ার আসন্ন শিল্প পার্কগুলিতে প্রায় ৪ হাজার ৪৫০ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে। এছাড়া গোটা জেলা জুড়ে শিল্প ও উদ্যোগ খাতে আরও ৬,৭৫০ কোটি টাকার বিনিয়োগ আসতে পারে। এর ফলে বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়াবে ১১,২০০ কোটি টাকা। এই বিনিয়োগগুলি বাস্তবায়িত হলে কর্মসংস্থানের সুযোগ পাবে প্রায় এক লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষ। তিনি আরও বলেন, হাওড়া জেলা গোটা রাজ্যের শিল্প মানচিত্রে একটা আলাদা জায়গা দখল করে রয়েছে। জেলায় ২৭টি MSME ক্লাস্টার কাজ করছে। এই সরকার ক্ষমতায় আসার পর MSME সেক্টরে ভালো কাজ হয়েছে। টেক্সটাইল শিল্পে আগামীদিনে এই জেলা সামনের সারিতে আসবে। শিল্পের ক্ষেত্রে আরও বিনিয়োগ হবে এবং কর্মসংস্থান বাড়বে বলে আশা করা যায়। ক্লাস্টার উন্নয়নের ক্ষেত্রেও রাজ্য সরকার সাহায্য করছে বলেই জানিয়েছেন মন্ত্রী। ১১,২০০ কোটি টাকার বিনিয়োগ আসবে।

আরও পড়ুন: HS Exam 2023 | হাসপাতালে সদ্যোজাতকে সঙ্গে নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন মন্দিরা

এই নতুন বিনিয়োগের সম্পর্কে কথা বলতে গিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, হাওড়াকে এশিয়ার শেফিল্ড বলা হতো। হাওড়ার শিল্পে আবার জোয়ার এসেছে। এরপর জেলার সমস্ত শিল্পপতিদের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, উদ্যোগপতি শিল্পপতিরা হাওড়ায় শিল্প গড়ুন। আমরা সকলে সহযোগিতা করব। এদিকে, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সিনার্জি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে বলেন, গত কয়েক বছর ধরে সিনার্জি হচ্ছে।  এটি হাওড়ায় দ্বিতীয় সিনার্জি। এর সঙ্গে এবার ব্যাঙ্কগুলোকেও আমরা যুক্ত করেছি। এখানে এশিয়ার বৃহত্তম হোসিয়ারি পার্ক। গত বছরে ঘোষণা হয় স্কুল ইউনিফর্ম প্রোজেক্ট। লোকাল ইন্ডাস্ট্রিকে রাজ্য সরকার সাপোর্ট করছে। আরও নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে এখানে। এদিনের সিনার্জিতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সমবায় মন্ত্রী অরূপ রায়, বিধায়ক ডা: নির্মল মাজি, বিদেশ বসু, পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, জেলাশাসক মুক্তা আর্য, পুর কমিশনার ধবল জৈন, MSME & Textile দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে,,জেলা পরিষদের সহ সভাপতি অজয় ভট্টাচার্য প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular