Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরSBSTC Bus Strike: এবার কালনা ডিপোয় এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের কর্মবিরতি শুরু

SBSTC Bus Strike: এবার কালনা ডিপোয় এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের কর্মবিরতি শুরু

Follow Us :

কালনা: এবার কালনায় শুরু হল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চুক্তি শ্রমিকদের কর্মবিরতি। শনিবার থেকে তাঁরা বিক্ষোভে শামিল হয়েছেন। গত মঙ্গলবার থেকে দীঘা ডিপোতে(Digha depot) চুক্তি শ্রমিকরা প্রথম কর্মবিরতিতে(strike) নামেন। তার পর একে একে হলদিয়া(haldia), মেদিনীপুর(midnapore), আরামবাগ(arambagh), বর্ধমান(burdwan), দুর্গাপুর(durgapur) প্রভৃতি ডিপোতে কর্মবিরতিতে নেমে পড়েন অস্থায়ী কর্মচারীরা। সর্বত্রই একই দাবি কর্মীদের। তাঁরা নিয়মিত কাজ পাচ্ছেন না। ফলে টাকা কম পাচ্ছেন, তাতে সংসার চালানো দুরূহ হয়ে উঠছে। এই আন্দোলনের পিছনে রয়েছে শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির(INTTUC) সমর্থন। যদিও সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়(Ritabrata Banerjee) দাবি করেছেন, এই আন্দোলনের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন: ডিএমদের সঙ্গে বৈঠক কাটল জট, ১০০ ঘণ্টা পর উঠল কুড়মিদের রেল অবরোধ

গত দু’দিন ধরে আন্দোলনকারী কর্মীদের সঙ্গে প্রশাসন দফায় দফায় বৈঠক করে। কিন্তু তাতেও কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। পরিবহণমন্ত্রী(state transport minister) স্নেহাশিস চক্রবর্তী(Snehasis Chakraborty) জানান, কর্মীদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। কিন্তু আলোচনা হলেও সমাধানসূত্র অধরাই রয়ে গিয়েছে।

এদিকে যত দিন যাচ্ছে, তত জেলায় জেলায় অস্থায়ী কর্মীদের আন্দোলনের তীব্রতা বাড়ছে। একের পর এক সরকারি বাস ডিপোয় আন্দোলন ছড়িয়ে পড়ছে। ডিপো থেকে বিক্ষোভকারীরা বাস বেরতে দিচ্ছে না। কর্মীদেরও ঢুকতে বা বেরতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: দুর্ঘটনায় মৃত সিভিক পুলিশের মৃত্যুকালীন জবানবন্দিতে বিপাকে হাওড়া পুলিশ

পুজোর মুখে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কেনাকাটা, যাতায়াতে ভুগতে হচ্ছে আমজনতাকে। সাধারণ মানুষের প্রশ্ন, প্রায় এক সপ্তাহ হয়ে গেল, এখনও কেন সরকার বা পরিবহণ দফতর আন্দোলন বন্ধ করার ব্যাপারে কোনও উদ্যোগ নিচ্ছে না। অস্থায়ী কর্মীরা জানাচ্ছেন, তাঁদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। তাই তাঁরা পুজোর মুখেও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তাঁদের দাবি, আগামিদিনে এই আন্দোলন আরও ছড়িয়ে পড়বে।

RELATED ARTICLES

Most Popular