Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরউপকূলবর্তী এলাকায় নিম্নচাপের জের, মৎসজীবীদের সতর্ক করতে সাগরে মাইকিং

উপকূলবর্তী এলাকায় নিম্নচাপের জের, মৎসজীবীদের সতর্ক করতে সাগরে মাইকিং

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: নিম্নচাপের জেরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সপ্তাহান্তে বদলাতে চলছে আবহাওয়া।  হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকলেও তাপমাত্রা বেশি থাকায় বাড়বে আর্দ্রতা। তবে, বুধবার থেকে বৃষ্টি বাড়বে উপকূলবর্তী অঞ্চলে। যে কারণে সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। 

ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমানে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৩ ও ১৪ জুলাই বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই মৎস দফতরের তরফে উপকূলবর্তী জেলাগুলির বিস্তীর্ণ এলাকায় মাইকিং করে সর্তকতা জারি করা হচ্ছে। বিশেষ করে কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, মৌসুমী, সাগর-সহ একাধিক এলাকায় মাইকিং চালানো হচ্ছে। 

একইসঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর। পাশাপাশি যে সমস্ত মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি দিয়েছেন তাদেরও মৎস্য বন্দরে ফেরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোনরকম বিপর্যয় মোকাবিলা করতে যথেষ্ট তৎপর জেলা প্রশাসন।

RELATED ARTICLES

Most Popular