Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যAssembly Sesion: আজ থেকে শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন

Assembly Sesion: আজ থেকে শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন

Follow Us :

কলকাতা: আজ থেকে শুরু  হচ্ছে রাজ্য বিধানসভার (assembly)  শীতকালীন (winter) অধিবেশন। গত বুধবার সর্বদলীয়  ও বিএ কমিটির বৈঠকে বিরোধী দল না থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (biman bandyopadhyay)। বিধানসভা সূত্রে খবর, এবারের অধিবেশনে বেশ কয়েকটি বিল আসতে পারে। আসতে পারে বেসরকারি প্রস্তাব। ইতিমধ্যেই চারটি বিলের কথা জানা গিয়েছে। আগামী ২৩ তারিখে পরবর্তী বিএ কমিটির (business advisory committee) বৈঠকে আরও কয়েকটা বিলের বিষয়ে জানা যেতে পারে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে দুটি বিল পেশ করা হতে পারে। সেখানে কর্পোরেশনগুলিতে একাধিক ডেপুটি মেয়রের পদ সৃষ্টির প্রস্তাব থাকতে পারে।

শিক্ষক নিয়োগ কাণ্ডে (teacher recruitment scam) পরিষদীয় মন্ত্রী তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) গ্রেফতার হওয়ার পর এবারের বিধানসভা অধিবেশন। বিরোধী রাজনৈতিক দলগুলি সূত্রে জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিধানসভায় আলোচনার প্রস্তাব দেবে বিরোধীরা। এই নিয়ে এবারের বিধানসভার তারা ঝাঁপিয়ে পড়বে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (central investigation agency) সিবিআই ও ইডি একের পর এক মামলায় রাজ্যে তদন্তের গতি বাড়িয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সাঁড়াশি চাপে শাসক দল। এই প্রেক্ষিতে এবারের বিধানসভার অধিবেশন তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

আরও পড়ুন: India’s First Private Rocket Launch: ইতিহাসের পাতায় নাম লিখিয়ে শ্রীহরিকোটা থেকে আজ উড়বে বেসরকারি মহাকাশযান

বিধানসভাকে বলা হয় বিরোধী দলের বক্তব্যের জায়গা। এবারের অধিবেশনে রাজ্য রাজনীতি নিয়ে নতুন কী বিষয় সেখানে আলোচনায় উঠে আসে তা দেখার জন্য নজর রয়েছে ওয়াকিবহাল মহলের। 

 

 

 

RELATED ARTICLES

Most Popular