skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeআন্তর্জাতিকUK Government: সরকারি ভবনে চীনা ক্যামেরা নয়, নিরাপত্তা রক্ষার্থে কড়া পদক্ষেপ ব্রিটেনের 

UK Government: সরকারি ভবনে চীনা ক্যামেরা নয়, নিরাপত্তা রক্ষার্থে কড়া পদক্ষেপ ব্রিটেনের 

Follow Us :

ব্রিটেন: সরকারি ভবনগুলোতে (Govt Buildings) কোনও চীনা ক্যামেরা (Chinese Camera) বসানো হবে না, সিদ্ধান্ত নিল ব্রিটেন সরকার (British Government)। সরকারি ভবনগুলিতে নিরাপত্তার জন্য বসানো থাকে নজরদারি ক্যামেরা (Surveillance Camera)। সেই সব ক্যামেরা চীনা সংস্থার হওয়া যাবে না। হঠাৎ কেন এই সিদ্ধান্ত?  

নিরাপত্তাজনিত ঝুঁকি থাকতে পারে চীনা ক্যামেরায়, সেই কারণেই এই ব্যবস্থা। সম্প্রতি এ নিয়ে এক উচ্চপর্যায়ের রিভিউ বৈঠক (Review Meeting) হয়েছিল। তাতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রিভিউয়ের পর ক্যাবিনেট অফিসের মন্ত্রী অলিভার ডোডেন (Oliver Dowden) এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, নজরদারি ব্যবস্থার ক্ষমতা এবং যোগাযোগ ব্যবস্থা ক্রমশ শক্তিশালী হচ্ছে। এর সঙ্গে রয়েছে ব্রিটেনের (UK) ঝুঁকির দিকটাও। তাই নজরদারি ব্যবস্থার উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রয়োজন।   

আরও পড়ুন: FIFA WC: উরুগুয়ে-কোরিয়া ম্যাচে বিশ্বকাপে বড় রেকর্ড! 

জুলাই মাসে ব্রিটেনের প্রাইভেসি অ্যাডভোকেসি সংস্থা বিগ ব্রাদার ওয়াচ (Big Brother Watch) জানায়, ব্রিটিশ সরকারের বেশিরভাগ নজরদারি ক্যামেরা দুই চীনা সংস্থার তৈরি— হিকভিশন এবং দাহুয়া। ব্রিটিশ সরকারের ভয়, চীনের ন্যাশনাল ইন্টেলিজেন্স আইনের চাপে পড়ে ব্রিটেনের গোপনীয় তথ্য ফাঁস করে দিতে পারে ওই সংস্থা দুটি। তবে হিকভিশন ইতিমধ্যেই এই অভিযোগ মিথ্যে বলে দিয়েছে। 

সম্প্রতি ব্রিটেনের ৬৭ সাংসদ এই দুই সংস্থাকে নিষিদ্ধ করতে উঠেপড়ে লেগেছিলেন। গোপনীয়তা নষ্টের আশঙ্কা ছাড়াও নিয়ে চীনের জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তাঁরা। 

প্রসঙ্গত, ব্যক্তিগত তথ্য চীনের হাতে চলে যাওয়ার আশঙ্কায় একাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত। এর মধ্যে ছিল জনপ্রিয় অ্যাপ টিকটক এবং পাবজি মোবাইল। টিকটক শুধু ভারত নয়, নিষিদ্ধ ঘোষিত হয় আমেরিকাতেও।   

RELATED ARTICLES

Most Popular