skip to content

skip to content
HomeCurrent News১২ জন মহিলাসহ ২২০ জন আত্মসমর্পণকারী মাওবাদীরা পুলিশে চাকরি পেলেন

১২ জন মহিলাসহ ২২০ জন আত্মসমর্পণকারী মাওবাদীরা পুলিশে চাকরি পেলেন

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্কঃ মাওবাদী থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তাঁদের সুযোগ দেওয়া হয়।  রাজ্যের ৪ জেলা মিলিয়ে এরকমই মোট  ২২০ জন প্রাক্তন  মাওবাদীদের পুলিশের চাকরির নিয়োগপত্র দেওয়া হল সোমবার।  এই চার জেলা হল পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম। এনাদের মধ্যে ১২ জন মহিলাও রয়েছেন।

আরও পড়ুন- ৩০ দিনেই মিলবে নতুন রেশন কার্ড, নির্দেশ মমতার

এই ২২০ জনের মধ্যে ঝাড়গ্রামের ৭৯ জন রয়েছেন।  সোমবার  ঝাড়গড় জেলা শাসকের দফতরে আয়োজিত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন তাঁরা।  নেতাজী ইনডোর থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল সভার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন।   এরপরেই এই চার জেলার এসপি ও জেলাশাসকরা  এদিন নিয়োগ পত্র তুলে দিয়েছেন প্রাক্তন মাওবাদীদের হাতে।

গত বিধানসভা নির্বাচনের আগে জেলার প্রাক্তন মাওবাদীরা আন্দোলন নেমেছিলেন তাঁদের দাবি-দাওয়া নিয়ে।  ঝাড়গ্রাম  জেলা সহ বেশ কিছু জেলায় জেলা শাসকের কাছে  বিক্ষোভও দেখিয়েছিলেন এই প্রাক্তন মাওবাদীরা।

আরও পড়ুন- রাজনীতির ময়দান থেকে খেলা এবার মাঠে, ১৬ অগাস্ট ‘খেলা দিবস’

চাকরি পেয়ে খুশি প্রাক্তন মাওবাদীরা।  আগামি কাল থেকেই বিভিন্ন থানায় ট্রেনিং শুরু হবে বলে জানান পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ।

RELATED ARTICLES

Most Popular