skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeBig newsদেশে ফিরতে বাধ্য করা হচ্ছে পাক সাংবাদিকদের!

দেশে ফিরতে বাধ্য করা হচ্ছে পাক সাংবাদিকদের!

Follow Us :

কলকাতা: পাকিস্তানের (Pakistan) বিশ্বকাপ (CWC 2023) অভিযান শেষ। ইডেনে টসে জিতে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ড (England)। তারা যদি ১০০ রানেও অল আউট হয়ে যায় সেই রান পাকিস্তানকে তুলতে হবে ২.৫ ওভারে। অর্থাৎ অসম্ভব। বাবর আজমদের (Babar Azam) ব্যর্থতা জের কি তাঁদের দেশের সাংবাদিকদের উপর পড়ল? কারণ শোনা যাচ্ছে, পাক সাংবাদিকদের রবিবারই দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী একই দিনে ফিরে যাবেন পাকিস্তানের ক্রিকেটাররাও।

পাকিস্তানি সাংবাদিকদের ভিসায় বলা আছে ২১ নভেম্বর অথবা পাকিস্তান যতদিন বিশ্বকাপে টিকে আছে ততদিন পর্যন্ত ভারতে থাকতে পারবেন তাঁরা। পাকিস্তানের সেমিফাইনাল অঙ্ক কাটাকুটি হয়ে যেতেই সাংবাদিকরা খোঁজ করতে থাকেন যে কোনটা প্রযোজ্য হবে। তাঁদের জানিয়ে দেওয়া হয়, রবিবারই ভারত ছাড়তে হবে। তাঁরা বলেন যে তাঁরা তো সেমিফাইনাল ফাইনালও কভার করবেন, তাঁদের আমেদাবাদের টিকিট কাটা রয়েছে। এর উত্তরেও সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয়, কিচ্ছু করার নেই, কালই দেশে ফিরতে হবে। মোট আটজন পাক সাংবাদিক ভারতে এসেছিলেন বিশ্বকাপ কভার করতে। তাঁদের মধ্যে মাত্র একজন সেমিফাইনাল-ফাইনাল কভার করার অনুমতি পাচ্ছেন। বাকি সাতজনই ইংল্যান্ড ম্যাচের পরের দিন তল্পিতল্পা গুটিয়ে দেশে ফিরছেন।

আরও পড়ুন: টসে হার, পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শেষ

প্রসঙ্গত, পাক সাংবাদিকদের ভারতে আসা এবং ভিসা পাওয়া নিয়েও বিস্তর টালবাহানা হয়েছিল। পাক ক্রিকেট বোর্ডের তরফে এ নিয়ে আইসিসিতে (ICC) অভিযোগ জানানো হয়েছিল। এমনকী আমেদাবাদে ভারত-পাক (IND vs PAK) মহাম্যাচেও সাংবাদিকদের যোগ দেওয়া নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। সেই জটিলতা এবং অবশ্য কাটানো হয় যুদ্ধকালীন তৎপরতায়।

RELATED ARTICLES

Most Popular