skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeScrollউত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে তুফানগঞ্জের মানিক

উত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে তুফানগঞ্জের মানিক

সুড়ঙ্গে আটকে বাংলার তিনজন

Follow Us :

তুফানগঞ্জ: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে (Uttarkashi)  ধ্বসের জেরে সুড়ঙ্গে (Tunnel) আটকে পড়েছেন মানিক তালুকদার। স্বামীর ছবি নিয়ে উৎকন্ঠায় স্ত্রী সোমা তালুকদার। তুফানগঞ্জ (Tufanganj) বলরামপুরের চেকাডোরা গেন্দার পার এলাকার বাসিন্দা মানিক তালুকদার। ছয় মাস আগে ইলেকট্রিকশিয়ানের কাজে জান এক কোম্পানির হয়ে। সেখানে বিভিন্ন রাজ্যের ৪১ জন শ্রমিক কর্মরত ছিলেন তার মধ্যে বাংলার রয়েছে তিনজন। তিনজনের মধ্যে কোচবিহার জেলার বলরামপুর এর মানিক তালুকদার রয়েছেন।

দুর্ঘটনার খবর টিভিতে দেখতে পান পরিবারের সদস্যরা। মানিকের সঙ্গে দুর্ঘটনার আগে ফোনে যোগাযোগ হলেও দুর্ঘটনার পর থেকে আর যোগাযোগ করতে পারেননি পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা ও আত্মীয়-স্বজন। মানিকের পরিবারের সঙ্গে করেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা।

আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনালে বেটিংয়ের অভিযোগে পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার ১

উত্তরকাশীতে (Uttarkashi) সুড়ঙ্গে (Tunnel) আটকে পড়া শ্রমিকদের এবার মাল্টিভিটামিন ও শুকনো ফল দেওয়া হল। গতকাল সুড়ঙ্গে (Tunnel) আটকে পড়া শ্রমিকদের মানসিক চাপ মুক্ত হওয়ার ওষুধ (Medicine) পাঠানো হয়। উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুড়ঙ্গে আটদিন ধরে আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধার করে আনাই লক্ষ্য। তবে তার জন্য বেশ কয়েক দিন সময় লাগবে। ফলে নতুন পরিকল্পনায় উদ্ধারের তোড়জোড়ের পাশাপাশি চেষ্টা চলছে শুকনো খাবার খেয়ে জীবনধারণ করে থাকা। ওই শ্রমিকদের ভাত-রুটি-তরকারি পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে। সে জন্য একটি পাইপ নিয়ে যাওয়া হচ্ছে খসে পড়া পাথরের মধ্য দিয়ে। প্রায় ৬০ মিটার ধ্বংসস্তূপের ভিতরে সেই পাইপ ৪২ মিটারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। প্রায় ৬টি টিম যৌথভাবে উদ্ধারকাজ চালালেও এখনও সুড়ঙ্গপথের আলো দেখা যায়নি। তাই অবশেষে সেনাবাহিনীকে (Indian Army) তলব করা হয়েছে। তারা সুড়ঙ্গের মাথার দিক থেকে গর্ত করে ভিতরে ঢোকার চেষ্টা শুরু করবে।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular