skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollভাগীরথীতে গাড়ি পড়ে মৃত্যু দম্পতির

ভাগীরথীতে গাড়ি পড়ে মৃত্যু দম্পতির

নিত্যদিন ঝুঁকি নিয়ে বেশি যাত্রী নিয়ে নৌকো চালানো হয়

Follow Us :

মুর্শিদাবাদ: ভাগীরথী (Bhagirathi River) পারাপারের সময় নদীতে পড়ে গেল একটি গাড়ি। ডুবে মৃত্যু দম্পতির। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের লালগোলায় (Lalgola of Murshidabad)। তাঁদের নাম সুমনা দাস সরকার। বয়স ২৪ । স্বামীর নাম শুভজিৎ সরকার, বয়স ২৬। লালবাগের সদরঘাটে বহরমপুর থেকে নবগ্রামের কিরীটেশ্বরী যাচ্ছিলেন ওই দম্পতি। সদরঘাটে নিজের চারচাকা গাড়ি তুলতে গিয়ে গঙ্গায় পড়ে যায় গাড়িটি। ওই ঘটনায় মোট ৬ জন নদীতে পড়ে যান। চারজনকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও ওই দম্পতি গাড়ির মধ্যে আটকে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বহরমপুরের ইন্দ্রপ্রস্থের বাসিন্দা বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: সময়ে ট্রেন চালানোর দাবিতে ঝাড়গ্রামে অবরোধ

প্রত্যক্ষদর্শীরা জানান, পারাপারের জন্য ফেরিতে বহু মানুষ ও গাড়ি ছিল। যাত্রীদের ভার এক দিকে হেলে যায় নৌকা। পারাপারের সময় আচমকাই নদীতে পড়ে যায় গাড়িটি। তড়িঘড়ি চারজনকে ইদ্ধার করেন স্থানীয়রা। নদীতে নামানো হয় ডুবুরি। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। দীর্ঘক্ষণ পর উদ্ধার হয় ২ জনের দেহ। পারাপারের দায়িত্বে থাকা কর্মীদের উপর ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। নিত্যদিন ঝুঁকি নিয়ে বেশি যাত্রী নিয়ে নৌকো চালানো হয় অভিযোগ। বিষয়েটি জানার পরও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular