skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollতৃণমূল ছাত্র পরিষদের মঞ্চে উর্দি পরা পুলিশকর্তা

তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চে উর্দি পরা পুলিশকর্তা

Follow Us :

বীরভূম: নানুরে তৃণমূল ছাত্র পরিষদের আয়োজিত অনুষ্ঠান মঞ্চে উর্দি পরে অতিথি হিসাবে বসে পুলিশ অফিসারেরা। নানুর চণ্ডীদাস মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বার্ষিক অনুষ্ঠানে নেতাদের পাশে মঞ্চে বসে সার্কেল ইনস্পেকটর কল্যাণ প্রসাদ মিত্র ও নানুর থানার ওসি শেখ ইজরাইল। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই এ নিয়ে সরব হয়েছে বিজেপি। পুলিশ দলদাস, কটাক্ষ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মণ্ডল।

নানুর চণ্ডীদাস মহাবিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। সেইমতো দলীয় পতাকা সহ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে মঞ্চ সাজানো হয়েছিল। এমনকী মঞ্চের পিছনে তৃণমূল ছাত্র পরিষদ লেখা লোগো দেওয়া ছিল। সেই অনুষ্ঠান মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, তৃণমূল নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল নেতারা। একই মঞ্চে অতিথি হিসাবে উর্দি পরে বসে থাকতে দেখা যায় নানুর আইসি কল্যাণ প্রসাদ মিত্রকে। এছাড়া সাধারণ পোষাকে বসে থাকতে দেখা যায় নানুর থানার ওসি শেখ ইজরায়েলকে। যা নিয়ে প্রশ্ন উঠছে। কীভাবে তৃণমূলের আয়োজিত অনুষ্ঠান মঞ্চে নেতাদের সঙ্গে কর্তব্যরত পুলিশ অফিসাররা বসে থাকতে পারেন। যদিও, এই প্রসঙ্গে মুখ খুলতে চাননি কোনও তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঠাঁই হল স্থানীয় স্কুলে

RELATED ARTICLES

Most Popular