Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsমথুরার 'ভগবান কেশবের' নামে এন্ট্রি পাস এলাহাবাদ হাইকোর্টের

মথুরার ‘ভগবান কেশবের’ নামে এন্ট্রি পাস এলাহাবাদ হাইকোর্টের

শ্রীকৃষ্ণ জন্মভূমি-ইদগাহ মামলার অন্যতম এক 'ফরিয়াদি'

Follow Us :

প্রয়াগরাজ: শ্রীকৃষ্ণ জন্মভূমি-ইদগাহ মামলার (Shri Krishna Janmabhoomi Case) অন্যতম এক ‘ফরিয়াদি’ স্বয়ং ‘ভগবান কেশব’ (Thakur Keshav Ji Maharaj)। শুধু তাই নয়, শুনানিতে হাজির থাকার জন্য ‘ভগবান কেশব’এর নামে আদালতে প্রবেশের পাস ইস্যুও হয়েছে।

তাজ্জব মনে হলেও বিষয়টি সত্যি। মামলার শুনানির দিন এজলাসে হাজির থাকতে হয় ‘ভগবান কেশব’কে। তার জন্য আদালত এন্ট্রি পাসও ইস্যু করে। পাসে নামের জায়গায় লেখা রয়েছে ‘ঠাকুর কেশবজি মহারাজ’।

আরও পড়ুন: করোনার বংশবৃদ্ধি, রাজ্যগুলিকে কেন প্রস্তুতি, মহড়ার পরামর্শ কেন্দ্রের

পাসে ‘ভগবান কেশব’এর নাম ছাড়াও রয়েছে মোবাইল নম্বর, মামলার নম্বর এমনকী ঠিকানাও রয়েছে। রয়েছে আধার নম্বর। কিন্তু বয়সের জায়গায় রয়েছে শূন্য। আগের দিন শ্রীকৃষ্ণ জন্মভূমি-ইদগাহ মামলার শুনানি হয়েছিল এলাহাবাদ হাইকোর্টে (Allahabad High Court)। যে কারণে হিন্দুপক্ষ হাইকোর্টে হাজির হয়। তাঁদের সঙ্গে ছিল কৃষ্ণের অর্থাৎ মথুরার (Mathura) কেশবজির বিগ্রহ। যে কারণে বিগ্রহের নামেও এন্ট্রি পাস করাতে হয়েছিল আইন অনুসারে।

এই মামলায় কেশব হলেন ষষ্ঠ অভিযোগকারী। মথুরা থেকে বিগ্রহকে শুনানির জন্য হাইকোর্টে নিয়ে আসা হয়েছিল। জানা গিয়েছে, এই প্রথম কোনও মামলায় ঈশ্বরের বা ভগবানের নামে আদালতে এন্ট্রি পাস নথিভুক্ত হয়েছে।

RELATED ARTICLES

Most Popular