skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollঅ্য়ামাজনে রাম মন্দিরের প্রসাদ, জবাব তলব কেন্দ্রের

অ্য়ামাজনে রাম মন্দিরের প্রসাদ, জবাব তলব কেন্দ্রের

Follow Us :

নয়াদিল্লি: রাম মন্দির প্রসাদ বিক্রি হচ্ছে অ্যামাজনে।বাড়িতে বসেই রাম মন্দিরের প্রসাদ পাওয়া যাবে বলে আশাও করেছিলেন অনেকে। তবে কথায় আছে আশায় বাঁধে চাষা। সম্প্রতি ওই প্রসাদের নামে মিষ্টি বিক্রি করার জন্য অভিযোগ উঠেছে ই কমার্স সংস্থা অ্যামাজনের বিরুদ্ধে। এই বিষয়ে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি অ্যামাজনকে একটি নোটিশও পাটিয়েছে।

অভিযোগ, রাম মন্দিরের প্রসাদের নাম করে সাধারণ মিষ্টি বিক্রি করছে অ্যামাজন। এই অভিযোগে নোটিশ দিয়ে সংস্থার কাছে জবাব তলব করা হয়েছে। সাতদিনের মধ্যে জবাব না দিতে পারলে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন: রামমন্দির উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

জানা গিয়েছে, অ্যামাজনে মিষ্টির ছবির নীচে ডেসক্রিপশনে প্রসাদের কথা উল্লেখ করা হয়েছে। কোনওটাতে লেখা রঘুপতি ঘি লাড্ডু, অযোধ্যা রাম মন্দির প্রসাদ, রাম মন্দির অযোধ্যা প্রসাদ ইত্যাদি। এভাবে গ্রাহকদের প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ অ্যামা। তাই ক্রেতা সুরক্ষা আইনে নোটিস পাঠানো হয়েছে ওই সংস্থাকে। গুনমাণ, পরিমাণ বা অন্য যে কোনও বিষয়ে ভুল তথ্য দিয়ে বিজ্ঞাপন করা বা পণ্য বিক্রি করা ক্রেতা সুরক্ষা আইনের পরিপন্থী। সেই কারণেই এই নোটিস পাঠানো হয়েছে ওই সংস্থাকে।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular